নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।

৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে