নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।

৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে