নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।
৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমের বাসভবনের সামনে ব্যানারসহ অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধ্যা আবাসিক এলাকায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের ১২ শাখার শতাধিক কর্মী অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল বলেন, বিভিন্ন ব্যবসায়িক খাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকাই এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। বিনিয়োগ বাবদ এস আলম গ্রুপের কাছে চট্টগ্রামে ব্যাংকটির বিভিন্ন শাখার পাওনা ৩৫ হাজার কোটি টাকা।
একই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় অঙ্কের টাকা বিনিয়োগ হওয়ার বিষয়ে মোস্তফা কামাল বলেন, তখন পরিস্থিতি ছিল অন্যরকম। ওই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমাদের এভাবে বিনিয়োগ করতে হয়েছে। ৫ আগস্টের পর পরিস্থিতি বদল হয়েছে। ব্যাংকও চাপে আছে। এ কারণে আমাদেরকে এভাবে কর্মসূচি পালন করতে হচ্ছে। বিনিয়োগ গ্রহণ করে এস আলম গ্রুপ সেটা পরিশোধ না করায় আমাদের ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। কারণ সেগুলো জনগণের আমানত। টাকা পরিশোধের জন্য এস আলমকে বারবার তাগাদা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সিংহভাগ মালিকানা থাকায় তাদের নিয়ন্ত্রিত ছিল। তারা যেভাবে বলত সেভাবে ব্যাংকটি পরিচালিত হতো। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু ছিল না। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দৃশ্যপট পাল্টে যায়। অন্তর্বর্তী সরকার এসে ব্যাংকটিকে এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করেছে। এ অবস্থায় ব্যাংকের কর্মকর্তা এবার বকেয়া আদায়ে এস আলমের বাসার সামনে দাঁড়ালেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অটোরিকশার দুই যাত্রী।
৬ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মরে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ। কলকারখানার দূষিত পানি নদীতে ফেলার কারণে এ বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে নদীর তীরবর্তী এলাকার পরিবেশও দূষিত হয়ে পড়েছে।
৭ মিনিট আগেঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার) শাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া সিলেট মহানগরের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বর্তমানে শেরপুরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত) সাদেক কাউসার দস্তগীরকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৩ মিনিট আগেগণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে, যাঁরা গণমাধ্যম পরিচালনা করছেন, তাঁরা দুর্নীতিকে উৎসাহিত করছেন।
১৬ মিনিট আগে