Ajker Patrika

ইয়াবাবাহী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, যুবদল নেতা আটক

কক্সবাজার প্রতিনিধি
ইয়াবাবাহী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, যুবদল নেতা আটক
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ইয়াবা বহনকারী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে। এ সময় জব্দ করা ট্রলার থেকে ১ লাখ ৬০ হাজারটি ইয়াবা বড়িসহ যুবদলের এক নেতাকে আটক করে কোস্ট গার্ড।

নিহত আব্দুস শফি (৪৫) শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। আটক হেলালউদ্দিন শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং জব্দ করা ট্রলারটির মালিক।

কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ বলেন, ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ট্রলারে থাকা এক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁকে কোস্ট গার্ড সদস্যরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ট্রলারটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে ট্রলার মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, দুপুরের দিকে কোস্টগার্ড সদস্যরা ৪৫–৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

চিকিৎসক আরও জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত