নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বিভাগের এই অভিযান পর্যবেক্ষণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র রেজাউল করিম বলেন, নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তাঁরা অবিবেচক। নগরীতে বাস করার কোনো অধিকার তাঁদের নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দেখা যায়, এখানে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি এবং স্থায়ীভাবে দোকান গড়ে তোলা হয়েছে। বেশিরভাগই তরি-তরকারির দোকান। এসবের আশপাশে জমে থাকা আবর্জনা সরাতে প্রায় ছয়টি ট্রাক লেগেছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১৫ দিন প্রতিদিন সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।
উচ্ছেদের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজারে অবৈধ স্থাপনা ও আবর্জনা উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বুধবার বিকেলে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে ফুলতলী সড়ক পর্যন্ত তাঁরা এই অভিযান চালায়। এ সময় সড়কের দুই পাশে অবৈধভাবে বসানো ৭০ থেকে ৮০টি স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। ভিডিও কলে যুক্ত হয়ে পরিচ্ছন্ন বিভাগের এই অভিযান পর্যবেক্ষণ করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় মেয়র রেজাউল করিম বলেন, নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তাঁরা অবিবেচক। নগরীতে বাস করার কোনো অধিকার তাঁদের নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। দেখা যায়, এখানে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি এবং স্থায়ীভাবে দোকান গড়ে তোলা হয়েছে। বেশিরভাগই তরি-তরকারির দোকান। এসবের আশপাশে জমে থাকা আবর্জনা সরাতে প্রায় ছয়টি ট্রাক লেগেছে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১৫ দিন প্রতিদিন সড়কটিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।
উচ্ছেদের সময় আরও উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে