নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ফাহাদ হোসেন (২১)। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন ডবলমুরিং ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন এই ফাহাদ হোসেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁচার আশা ক্ষীণ। কারণ তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আহতদের মধ্যে ফাহাদ হোসেন ছাড়াও ৮০ শতাংশ পুড়ে গেছে শ্রমিক জহিরুল ইসলামের। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রাকিব হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ফাহাদ, জহির ও নয়নের জরুরিভিত্তিতে আইসিইউ প্রয়োজন। পরে গতকাল রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে চারজনই ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের টাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার একজন পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘এবার ফাহাদের ডিগ্রিতে ভর্তি হওয়ার কথা ছিল। দুপুর ১টায় তার সঙ্গে কথাও হয়েছে। কিছুক্ষণ পর শুনি ছেলের দুর্ঘটনার খবর।’
নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওইখানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’

চট্টগ্রামের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন ফাহাদ হোসেন (২১)। বন্ধুদের ডাকে সাড়া দিয়ে গিয়েছিলেন ডবলমুরিং ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে। এ সময় পাশে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডবলমুরিং থানার আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল এলাকায় পানির রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন এই ফাহাদ হোসেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁচার আশা ক্ষীণ। কারণ তাঁর শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আহতদের মধ্যে ফাহাদ হোসেন ছাড়াও ৮০ শতাংশ পুড়ে গেছে শ্রমিক জহিরুল ইসলামের। অপর শ্রমিক নয়নের পুড়েছে ৭০ শতাংশ, আরেকজন মাসুমের পুড়েছে ৫০ শতাংশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রাকিব হাসান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, চারজনেরই অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ফাহাদ, জহির ও নয়নের জরুরিভিত্তিতে আইসিইউ প্রয়োজন। পরে গতকাল রাতেই তাঁদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে চারজনই ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।
আহত মাসুম একটু একটু কথা বলতে পারছেন। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক হাসপাতালের টাংকি পরিষ্কার করছিলেন। ১০ মিনিট কাজও করেন। এরই মধ্যে হঠাৎ বিস্ফোরণ। তারপর আগুন। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে।’
ফাহাদ হোসেনের মা নাজমা আক্তার একজন পোশাকশ্রমিক। বাবা আব্দুল কাদের সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁদের বাসা আগ্রাবাদ বন্দরটিলা এলাকায়।
গতকাল চমেকের বার্ন ইউনিটের সামনে কান্নাজড়িত কণ্ঠে নাজমা আক্তার বলেন, ‘এবার ফাহাদের ডিগ্রিতে ভর্তি হওয়ার কথা ছিল। দুপুর ১টায় তার সঙ্গে কথাও হয়েছে। কিছুক্ষণ পর শুনি ছেলের দুর্ঘটনার খবর।’
নাজমা আক্তার বলেন, ‘ফাহাদ বন্ধুর ডাকে সাড়া দিয়ে ওইখানে গিয়েছিল। এরই মধ্যে দুর্ঘটনা। চিকিৎসকেরা দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেছে। আমরা এখন কী করব?’
ফাহাদের বন্ধু আবু তালহা নয়ন বলেন, ‘আমরা হাসপাতালের একটু দূরে ছিলাম। ফাহাদ হেঁটেই আসছিল। হঠাৎ বিস্ফোরণে সে দগ্ধ হয়।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে