Ajker Patrika

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মুহাম্মদ হারুন (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের নির্দেশ দেন। 

অভিযুক্ত যুবক চট্টগ্রামের ভুজপুর থানার শাপলেজা টিলা গ্রামের বাসিন্দা। অন্যদিকে মামলার বাদী চট্টগ্রামের ভুজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সেকান্দার। 

বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলার বাদী উল্লেখ করেন-গত ১৭ এপ্রিল আসামি মুহাম্মদ হারুন তাঁর ফেসবুক আইডি থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুজপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে ভয়ানক বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন। 

এর মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে বিদ্বেষ ছড়ানোয় আসামির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২১ (১) ও (২), ২৫ (১) (ক) (খ), ২৫ (২) ধারায় মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে তদন্তের আদেশ দেন।’ 

এ সময় অ্যাডভোকেট সঞ্জীব কুমার ধর, আজাহারুল হক, মোহাম্মদ মহসীন, মাহামুদুন্নবী শিমুল, জাহেদুল ইসলাম, হাদী মোহাম্মাদ উল্লাহ, আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত