কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত বিএনপির নেতা রহিম উদ্দিন সিকদারের (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রহিম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ, নিহত রহিমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারুয়াখালী ইউনিয়নের মরশাপাড়া এলাকায় একজন প্রবাসীর একটি জায়গা ৫ আগস্টের পর থেকে কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমানের নেতৃত্বে দখল করার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় প্রবাসীর পরিবার কক্সবাজার সদর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার উভয় পক্ষের কাগজপত্র দেখে সমস্যার সমাধান করে দেন। এতে ক্ষুব্ধ হন জামায়াত নেতা নোমান।
এর জেরে গত রোববার রাতে ভারুয়াখালী ইউনিয়নের পানিরছড়া এলাকায় শফিকুর রহমান সিকদারের ভাই রহিম উদ্দিন ও তাঁর স্বজনদের ওপর হামলা চালানো হয়।
নিহত রহিমের ভাই শফিকুর রহমান সিকদার বলেন, ‘রোববার আমার চাচাতো ভাই জাহেদ সিকদার মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে নোমানের নেতৃত্বে তাঁর গতিরোধ করে মারধর করা হয়। খবর পেয়ে আমার ভাতিজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব সিকদার, ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম সিকদার, শাহিন সিকদার ও জসিম সিকদার ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের ওপরও হামলা করা হয়।’
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সাকিব, রহিম ও শাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে রহিম উদ্দিন আজ সকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং সাকিব সিকদার আইসিইউতে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান রহিম সিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। এ ঘটনায় আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত মামলা করা হয়নি।
ওসি আরও জানান, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত বিএনপির নেতা রহিম উদ্দিন সিকদারের (৫৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রহিম কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।
পুলিশ, নিহত রহিমের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারুয়াখালী ইউনিয়নের মরশাপাড়া এলাকায় একজন প্রবাসীর একটি জায়গা ৫ আগস্টের পর থেকে কক্সবাজার পৌরসভার ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমানের নেতৃত্বে দখল করার চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় প্রবাসীর পরিবার কক্সবাজার সদর থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে থানা-পুলিশ স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার উভয় পক্ষের কাগজপত্র দেখে সমস্যার সমাধান করে দেন। এতে ক্ষুব্ধ হন জামায়াত নেতা নোমান।
এর জেরে গত রোববার রাতে ভারুয়াখালী ইউনিয়নের পানিরছড়া এলাকায় শফিকুর রহমান সিকদারের ভাই রহিম উদ্দিন ও তাঁর স্বজনদের ওপর হামলা চালানো হয়।
নিহত রহিমের ভাই শফিকুর রহমান সিকদার বলেন, ‘রোববার আমার চাচাতো ভাই জাহেদ সিকদার মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে নোমানের নেতৃত্বে তাঁর গতিরোধ করে মারধর করা হয়। খবর পেয়ে আমার ভাতিজা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব সিকদার, ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রহিম সিকদার, শাহিন সিকদার ও জসিম সিকদার ঘটনাস্থলে যান। এ সময় তাঁদের ওপরও হামলা করা হয়।’
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সাকিব, রহিম ও শাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে রহিম উদ্দিন আজ সকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং সাকিব সিকদার আইসিইউতে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান রহিম সিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। এ ঘটনায় আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত মামলা করা হয়নি।
ওসি আরও জানান, পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান নামের একজনকে আটক করেছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৪১ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে