Ajker Patrika

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি 
আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫: ৩৩
খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ
মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের উপজেলার বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘বুধবার দিবাগত গভীর রাতে ৯ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। কীভাবে তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, পুশইন হওয়াদের মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। তারা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে আছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগেও চলতি বছর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত