নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে ঘুরে দেখছিলেন সরকারি চাকরিজীবী মাসুদ উল হক। সঙ্গে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে এসেছিলেন। এই প্রথম সরাসরি নৌবাহিনী যুদ্ধজাহাজ দেখলেন তাঁরা। শুধু মাসুদ উল হকই নন, এমন হাজারো দর্শনার্থী প্রথমবারের মতো জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। দর্শনার্থীদের জাহাজ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে এ সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী।
মাসুদ উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করেন তাঁরা (নৌবাহিনী)। অনেক কিছু নিয়ে আমাদের রহস্য থাকে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাস্তবে দেখলাম। অনেক কিছু সম্পর্কে জানলাম। সন্তানেরাও খুশিমনে সবকিছু উপভোগ করল।’
মহান বিজয় দিবস নৌবাহিনীর সব নৌ-অঞ্চলে পালন করা হয়। দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি কেন্দ্র করে নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহের মাজারে ‘গার্ড অব অনার’ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ ঢাকা সদর ঘাট, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম নেভাল জেটি, বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, দিগরাজ মোংলা নেভাল জেটি, বিআইডব্লিউটিএ ঘাট বরিশাল এবং পায়রা বন্দর পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে ঘুরে দেখছিলেন সরকারি চাকরিজীবী মাসুদ উল হক। সঙ্গে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে এসেছিলেন। এই প্রথম সরাসরি নৌবাহিনী যুদ্ধজাহাজ দেখলেন তাঁরা। শুধু মাসুদ উল হকই নন, এমন হাজারো দর্শনার্থী প্রথমবারের মতো জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। দর্শনার্থীদের জাহাজ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে এ সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী।
মাসুদ উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করেন তাঁরা (নৌবাহিনী)। অনেক কিছু নিয়ে আমাদের রহস্য থাকে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাস্তবে দেখলাম। অনেক কিছু সম্পর্কে জানলাম। সন্তানেরাও খুশিমনে সবকিছু উপভোগ করল।’
মহান বিজয় দিবস নৌবাহিনীর সব নৌ-অঞ্চলে পালন করা হয়। দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি কেন্দ্র করে নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহের মাজারে ‘গার্ড অব অনার’ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ ঢাকা সদর ঘাট, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম নেভাল জেটি, বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, দিগরাজ মোংলা নেভাল জেটি, বিআইডব্লিউটিএ ঘাট বরিশাল এবং পায়রা বন্দর পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে