বিজ্ঞপ্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল বুধবার চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে বাহিনীর সব স্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তরভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বৈষম্য দূরীকরণের উদ্যোগ হিসেবে মহাপরিচালক চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যদের মধ্যে নতুনরূপে ইস্যু করার জন্য ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারা দেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল ইস্যুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ বিভিন্ন বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রগুলো সমাধানের প্রক্রিয়া শিগগিরই দৃশ্যমান হবে।
ভিডিপি-টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে বলে জানান মেজর জেনারেল আবদুল মোতালেব। এ ছাড়া তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গণ্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি গুরুত্ব দেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা গড্ডলিকাপ্রবাহে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির উপযুক্ততা।
মৌলিক চাহিদা পূরণে সব পর্যায়ের কমান্ডারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে মহাপরিচালক বলেন, ‘বাহিনীর প্রত্যেক সদস্যের সুবিধা-অসুবিধার বিষয় চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজেদের ভূমিকা পর্যালোচনার সময় এসেছে। অধীনস্থদের কষ্টার্জিত বেতন-ভাতা, ছুটি ও রেশনের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’
অনুষ্ঠানে উপমহাপরিচালক মো. সাইফুর রহমানসহ বিভিন্ন পদবির ৮০০ জন বিভিন্ন স্তরের আনসার-ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল বুধবার চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে বাহিনীর সব স্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তরভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথ পরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বৈষম্য দূরীকরণের উদ্যোগ হিসেবে মহাপরিচালক চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যদের মধ্যে নতুনরূপে ইস্যু করার জন্য ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এই ধারাবাহিকতায় সারা দেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল ইস্যুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ বিভিন্ন বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রগুলো সমাধানের প্রক্রিয়া শিগগিরই দৃশ্যমান হবে।
ভিডিপি-টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে বলে জানান মেজর জেনারেল আবদুল মোতালেব। এ ছাড়া তিনি আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গণ্ডিতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি গুরুত্ব দেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, বাইরের কোনো অনিয়মতান্ত্রিক প্রভাবকের ভিত্তিতে বা গড্ডলিকাপ্রবাহে দিনাতিপাত নয় বরং পেশাগত দক্ষতা অর্জন, নৈতিকতা ও বাহিনীর সমৃদ্ধিতে ভূমিকা রাখার ভিত্তিতে নির্ধারিত হবে পদোন্নতি বা দায়িত্বপ্রাপ্তির উপযুক্ততা।
মৌলিক চাহিদা পূরণে সব পর্যায়ের কমান্ডারদের কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জবাবদিহির ওপর গুরুত্ব আরোপ করে মহাপরিচালক বলেন, ‘বাহিনীর প্রত্যেক সদস্যের সুবিধা-অসুবিধার বিষয় চিহ্নিত করে সেগুলো সমাধানে নিজেদের ভূমিকা পর্যালোচনার সময় এসেছে। অধীনস্থদের কষ্টার্জিত বেতন-ভাতা, ছুটি ও রেশনের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।’
অনুষ্ঠানে উপমহাপরিচালক মো. সাইফুর রহমানসহ বিভিন্ন পদবির ৮০০ জন বিভিন্ন স্তরের আনসার-ভিডিপি কর্মকর্তা-কর্মচারী ও দলনেতারা উপস্থিত ছিলেন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে