রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর অপকর্মের নানা অভিযোগ তুলে ধরেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে রাউজান পৌরসভার গহিরায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এ বি এম ফজলে করিম চৌধুরীর আয়নাঘরের কথা উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাউজানে সাবেক সংসদ সদস্য ফজলে করিম জমি দখল, ভয়ভীতি প্রদর্শন করে জমি লিখে নেওয়া, টেন্ডার–বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে তিনি এসব অপকর্ম চালাতেন।
অন্যায়ভাবে লিখিয়ে নেওয়া জমি ফেরত দিতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি দাবি জানান, বিগত সরকারের আমলে গুম, খুন, শারীরিক নির্যাতনের শিকার ভুক্তভোগীরা যেসব মামলা করছেন, সেগুলো তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার করতে হবে।
দীর্ঘ ১৭ বছর ধরে যারা ভুক্তভোগী, তারা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি অন্যায়-অবিচার হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন গণমাধ্যম কর্মীদের কাছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা আনিসুজ্জামান সোহেল, উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একরাম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন, সহ সম্পাদক ছোটন আজম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, আসাদুজ্জামান এনাম, মো. সাহেদুল মোস্তফা, সালাউদ্দিন সেলিম নেজাম, কে. এম মাসুদ করিম, আহমেদ সোয়েবানু, মো. রাশেদ, ছাত্রদল নেতা জুয়েল চৌধুরীসহ আরও অনেকেই।

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীর অপকর্মের নানা অভিযোগ তুলে ধরেছেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে রাউজান পৌরসভার গহিরায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি রাউজানের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
এ বি এম ফজলে করিম চৌধুরীর আয়নাঘরের কথা উল্লেখ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাউজানে সাবেক সংসদ সদস্য ফজলে করিম জমি দখল, ভয়ভীতি প্রদর্শন করে জমি লিখে নেওয়া, টেন্ডার–বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে তিনি এসব অপকর্ম চালাতেন।
অন্যায়ভাবে লিখিয়ে নেওয়া জমি ফেরত দিতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি দাবি জানান, বিগত সরকারের আমলে গুম, খুন, শারীরিক নির্যাতনের শিকার ভুক্তভোগীরা যেসব মামলা করছেন, সেগুলো তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার করতে হবে।
দীর্ঘ ১৭ বছর ধরে যারা ভুক্তভোগী, তারা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি অন্যায়-অবিচার হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন গণমাধ্যম কর্মীদের কাছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, বিএনপি নেতা আনিসুজ্জামান সোহেল, উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব একরাম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন, সহ সম্পাদক ছোটন আজম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম মঞ্জু, পৌর বিএনপি নেতা হোসেন চৌধুরী, আসাদুজ্জামান এনাম, মো. সাহেদুল মোস্তফা, সালাউদ্দিন সেলিম নেজাম, কে. এম মাসুদ করিম, আহমেদ সোয়েবানু, মো. রাশেদ, ছাত্রদল নেতা জুয়েল চৌধুরীসহ আরও অনেকেই।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে