Ajker Patrika

সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৩
সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজদার হাট আবদুল্লা ঘাটা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফৌজদার হাট আবদুল্লা ঘাটা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তারা বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়েছে দেশবরেণ্য আলেম-ওলামাদের। স্বাধীনতা, তথ্যের প্রবাহ ও সমাজের ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সেই গণমাধ্যমকেও বিগত সময়ে জালিম সরকার সত্য প্রকাশে বাধা প্রদান করেছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। আমরা চাই, গণমাধ্যমকর্মীরা অবরুদ্ধ অবস্থায় থেকে বেরিয়ে স্বাধীন সাংবাদিকতা করুন। তাঁরা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে তাঁদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন।’

দেশের ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার নুরুস সালাম, মিডিয়া সম্পাদক মুহাম্মদ রফিক, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, এম হেদায়েত, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, অর্থ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বিএসসি, নাছির উদ্দিন অনিক ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত