আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে