
মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই। এ উপলক্ষে গতকাল রোববার পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মারমা তরুণীরা নেচে-গেয়ে উদ্যাপন করেন এই উৎসব।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে শোভাযাত্রা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি সরকারি কলেজের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। মারমাদের ঐতিহ্যবাহী পোশাক ছাতা, গয়না, কিশোরীরা পরী সেজে, নেচে-গেয়ে শোভাযাত্রাকে মাতিয়ে রাখে মারমা জনগোষ্ঠীর লোকজন। শোভাযাত্রা শেষে আপার পেরাছড়া এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখাররুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
থানচি (বান্দরবান) প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে থানচিতে মাহা সাংগ্রাই উপলক্ষে শোভাযাত্রা বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাস হলরুমে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।
বান্দরবান প্রতিনিধি জানান, পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান। গতকাল সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, পাহাড়ে বাংলা নববর্ষ বরণে মানিকছড়ি উপজেলার মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা টাউন হল চত্বর থেকে মারমা জনগোষ্ঠীর বিশাল জনসমাগমে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানিয়েছেন, চৈত্রসংক্রান্তি উদ্যাপন ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী রংবেরঙের পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই। এ উপলক্ষে গতকাল রোববার পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মারমা তরুণীরা নেচে-গেয়ে উদ্যাপন করেন এই উৎসব।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের আয়োজনে শোভাযাত্রা শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ি সরকারি কলেজের মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়। মারমাদের ঐতিহ্যবাহী পোশাক ছাতা, গয়না, কিশোরীরা পরী সেজে, নেচে-গেয়ে শোভাযাত্রাকে মাতিয়ে রাখে মারমা জনগোষ্ঠীর লোকজন। শোভাযাত্রা শেষে আপার পেরাছড়া এলাকায় মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য পরিবেশনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখাররুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রচাথোয়াই চৌধুরী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি কংচাইরী মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
থানচি (বান্দরবান) প্রতিনিধি জানান, বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে থানচিতে মাহা সাংগ্রাই উপলক্ষে শোভাযাত্রা বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাল্টিপারপাস হলরুমে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় গণসমাবেশ।
বান্দরবান প্রতিনিধি জানান, পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান। গতকাল সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, পাহাড়ে বাংলা নববর্ষ বরণে মানিকছড়ি উপজেলার মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা টাউন হল চত্বর থেকে মারমা জনগোষ্ঠীর বিশাল জনসমাগমে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানিয়েছেন, চৈত্রসংক্রান্তি উদ্যাপন ও মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষে শত শত নারী-পুরুষ ঐতিহ্যবাহী রংবেরঙের পোশাকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে