চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।
আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।
আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’
তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’
প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।
আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।
আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’
তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’
প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে