চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।
আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।
আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’
তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’
প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও এজেন্টদের মারধরসহ বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সরকারদলীয় বর্তমান সংসদ সদস্য, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।
আজ রোববার বেলা ৩টার দিকে জাফর আলমের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় ভোট বর্জনের ঘোষণা দেন।
আজ সকাল ৮টায় এ আসনে ভোট গ্রহণ শুরু হয়। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
চকরিয়া-পেকুয়াবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাফর আলম বলেন, ‘বিজিবি ও একটি বিশেষ গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে ভোট বর্জন করছি।’
তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ট্রাক প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলাম। চকরিয়া-পেকুয়ার মানুষ আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। এটা বুঝতে পেরে আজ দুপুর ১২টার পর থেকে বিভিন্ন কেন্দ্র দখল করে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ও বিজিবি আমার এজেন্টদের পিটিয়ে বের করে সিল মারে। এমনকি প্রিসাইডিং কর্মকর্তাদেরও নির্মমভাবে আহত করে।’
প্রতিরোধ না করে ভোট বর্জন করার বিষয়ে জাফর আলম বলেন, ‘আমি ভাবলাম প্রতিরোধ করতে গিয়ে প্রাণহানি হওয়ার চেয়ে নির্বাচন থেকে দূরে সরে দাঁড়ালাম। আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আপনাদের পাশে ছিলাম এবং পাশে থাকব।’

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৩ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩১ মিনিট আগে