Ajker Patrika

ওয়ার্ড কার্যালয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ওয়ার্ড কার্যালয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কাউন্সিলর কারাগারে

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীকে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ওই ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নুর মোস্তফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর ও নগর যুবলীগ নেতা।

এর আগে নির্ধারিত দিনে ভুক্তভোগী যুবকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন কাউন্সিলর টিনু। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিশান চাকমা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকায় মেহেদী হাসান রাকিব (৩৩) নামে এক ব্যবসায়ীকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় পরদিন ৪ মার্চ নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আসামিরা পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটায় বলে এজাহারে অভিযোগ আনা হয়। ওই ঘটনায় তখন পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে।

স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, মামলার বাদী মেহেদী হাসান রাকিব নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী বলে পরিচিত। অন্যদিকে চকবাজারে আধিপত্য রয়েছে যুবলীগ নেতা ও কাউন্সিলর নুর মোস্তফা টিনু। এই আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের লোকজন চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিকবার সংঘাতে জড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত