টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আসা প্রায় এক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। যে কারণে সেন্ট মার্টিনে ভ্রমণে আসা হাজারো পর্যটক ফিরতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী হাজারের কাছাকাছি পর্যটক রয়েছেন, যাতে তাঁরা হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতেও নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম থেকে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, নতুন বিবাহ করে হানিমুনে সেন্ট মার্টিনে আসেন তাঁরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন সেন্ট মার্টিনে কাটাতে হচ্ছে। তাঁরা সেন্ট মার্টিন বিচ ইকোরিসোর্টে অবস্থান করছেন। সেখানে ভালো আছেন বলেও জানান এই দম্পতি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় অনেক পর্যটককে অনিচ্ছা সত্ত্বেও এখন সেখানে অবস্থান করতে হচ্ছে। তিনি বলেন, দ্বীপে প্রায় এক হাজার পর্যটক রয়েছেন। তাঁদের যেন হয়রানি করা না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’
সেন্ট মার্টিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনিংয়ের কারণে তিনি এখন ঢাকায় আবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের দেখভাল করার জন্য।

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ভ্রমণে আসা প্রায় এক হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন। আজ সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। যে কারণে সেন্ট মার্টিনে ভ্রমণে আসা হাজারো পর্যটক ফিরতে পারেননি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজামান বলেন, ‘দুর্ঘটনা এড়াতে টেকনাফ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনে যেতে দেওয়া হয়নি। যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘দ্বীপে অবস্থানকারী হাজারের কাছাকাছি পর্যটক রয়েছেন, যাতে তাঁরা হয়রানির শিকার না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। পাশাপাশি সৈকতে পর্যটকদের না নামতেও নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম থেকে আসা সিরাজুল ইসলাম ও রাফি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, নতুন বিবাহ করে হানিমুনে সেন্ট মার্টিনে আসেন তাঁরা। অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন সেন্ট মার্টিনে কাটাতে হচ্ছে। তাঁরা সেন্ট মার্টিন বিচ ইকোরিসোর্টে অবস্থান করছেন। সেখানে ভালো আছেন বলেও জানান এই দম্পতি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় অনেক পর্যটককে অনিচ্ছা সত্ত্বেও এখন সেখানে অবস্থান করতে হচ্ছে। তিনি বলেন, দ্বীপে প্রায় এক হাজার পর্যটক রয়েছেন। তাঁদের যেন হয়রানি করা না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।’
সেন্ট মার্টিন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রেনিংয়ের কারণে তিনি এখন ঢাকায় আবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের দেখভাল করার জন্য।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে