কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম।
সাজা পাওয়া আসামিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫), একই গ্রামের নিহত রাজা মিয়ার স্ত্রী মোছা. আলো আক্তার (৩০) ও একই জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ আদালতে উপস্থিত ছিলেন। আলো ও তাপস পলাতক।
মামলা থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুন পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রাজা মিয়াকে হত্যা করেন তাঁর স্ত্রী আলো আক্তার, তাপস চন্দ্র শীল ও মো. রাসেদ। ওই দিন রাতে দাউদকান্দি উপজেলার সতানন্দি গ্রামে আবদুল আউয়াল কমিশনারের বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই বছরের ১৪ নভেম্বর রাজা মিয়ার ভাই খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে রাজার স্ত্রী আলোকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাপস এবং রাশেদ এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে জানান। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৫ সালে ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এবং আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে আজ তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে আদালত থেকে জানা গেছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. নজরুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন নোমান ও মাসুদ সালাউদ্দিন।

কুমিল্লায় পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রেজাউল করিম রাজা মিয়াকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. নজরুল ইসলাম।
সাজা পাওয়া আসামিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের তাপস চন্দ্র শীল (২৫), একই গ্রামের নিহত রাজা মিয়ার স্ত্রী মোছা. আলো আক্তার (৩০) ও একই জেলার চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকার মো. রাসেদ (২৮)। রায় ঘোষণার সময় রাসেদ আদালতে উপস্থিত ছিলেন। আলো ও তাপস পলাতক।
মামলা থেকে জানা গেছে, ২০১৪ সালের ১২ জুন পরকীয়ার জেরে পরিবহন ব্যবসায়ী রাজা মিয়াকে হত্যা করেন তাঁর স্ত্রী আলো আক্তার, তাপস চন্দ্র শীল ও মো. রাসেদ। ওই দিন রাতে দাউদকান্দি উপজেলার সতানন্দি গ্রামে আবদুল আউয়াল কমিশনারের বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই বছরের ১৪ নভেম্বর রাজা মিয়ার ভাই খাজা মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দাউদকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে রাজার স্ত্রী আলোকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাপস এবং রাশেদ এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে বলে জানান। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে এবং তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৫ সালে ২৭ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২১ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এবং আসামিদের জবানবন্দি পর্যালোচনা করে আজ তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বলে আদালত থেকে জানা গেছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. নজরুল ইসলাম এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন নোমান ও মাসুদ সালাউদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে