চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধে একজনকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ধর্ম অবমাননার ঘটনায় ২ জনকে বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তোলা আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আর দুই বছরের জন্য বহিষ্কার হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন পুতুল, ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা, ২০২১-২২ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলার শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা।
এ ছাড়া ধর্ম অবমাননার দায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম সানবিম সিফাতকে দুই বছর এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করেন নারী শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার এক পর্যায়ে শিক্ষকের গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি। এ ছাড়া সম্প্রতি ধর্মীয় কটূক্তি করেন নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী। তাঁদেরও বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধে একজনকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় ৯ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ধর্ম অবমাননার ঘটনায় ২ জনকে বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলীর গায়ে হাত তোলা আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। আর দুই বছরের জন্য বহিষ্কার হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন পুতুল, ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা, ২০২১-২২ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলার শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা।
এ ছাড়া ধর্ম অবমাননার দায়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এস এম সানবিম সিফাতকে দুই বছর এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের একই বিভাগের শিক্ষার্থী জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করেন নারী শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার এক পর্যায়ে শিক্ষকের গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি। এ ছাড়া সম্প্রতি ধর্মীয় কটূক্তি করেন নৃবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী। তাঁদেরও বহিষ্কার করা হয়েছে।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে