বান্দরবান প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) বান্দরবানের সমাবেশে নাহিদ এসব কথা বলেন। প্রথমবারের মতো আজ বান্দরবানে আসেন এনসিপির শীর্ষ নেতারা।
শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৭২-পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করব। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সামান্তা শারমিন, তাসনীম জারা, নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি নেতা ইমন সৈয়দ প্রমুখ।
এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, জাতীয় নেতাদের আগমনে বান্দরবানে এনসিপি আরও শক্তিশালী হবে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাত উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) বান্দরবানের সমাবেশে নাহিদ এসব কথা বলেন। প্রথমবারের মতো আজ বান্দরবানে আসেন এনসিপির শীর্ষ নেতারা।
শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।’
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৭২-পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করব। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সামান্তা শারমিন, তাসনীম জারা, নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি নেতা ইমন সৈয়দ প্রমুখ।
এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, জাতীয় নেতাদের আগমনে বান্দরবানে এনসিপি আরও শক্তিশালী হবে।
এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাত উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে