কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরএসওর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মিয়ানমারের আরেক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার মধুরছড়া ৪ নম্বর বর্ধিত ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি ৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/ ৩-এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
পুলিশ জানিয়েছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্রধারীরা আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ জলিলকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেল ৪টায় মোহাম্মদ জলিলসহ তিনজন রোহিঙ্গাকে আরসার সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। রাতে গুলিবিদ্ধ জলিলকে সন্ত্রাসীরা ২০ ও ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের ফুটবল মাঠে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মোহাম্মদ জলিলকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় নিহত জলিল আরএসও’র সক্রিয় সদস্য। ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে আরসা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, এ ঘটনার পর ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

কক্সবাজারের উখিয়ায় আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরএসওর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। মিয়ানমারের আরেক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার মধুরছড়া ৪ নম্বর বর্ধিত ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জলিল (৩৫)। তিনি ৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/ ৩-এর বাসিন্দা কামাল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
পুলিশ জানিয়েছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্রধারীরা আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ জলিলকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করে।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেল ৪টায় মোহাম্মদ জলিলসহ তিনজন রোহিঙ্গাকে আরসার সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। রাতে গুলিবিদ্ধ জলিলকে সন্ত্রাসীরা ২০ ও ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের ফুটবল মাঠে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মোহাম্মদ জলিলকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় নিহত জলিল আরএসও’র সক্রিয় সদস্য। ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে আরসা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, এ ঘটনার পর ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে। ক্যাম্পে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৯ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে