নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।

চট্টগ্রামের পাঁচলাইশে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম আবু বক্কর রাজুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতা হলেন নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ। তিনি ঘটনার সময় মুখ্য ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্যপদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ প্রেসিডেন্সি স্কুলের সামনে পুলিশ পরিদর্শক নেজাম উদ্দীনকে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরিদর্শক নেজাম উদ্দীন তখন ওই স্কুল থেকে তাঁর ছেলেকে আনতে গিয়েছিলেন। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা সৃষ্টি হয়।
উল্লেখ্য, নেজাম উদ্দীন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামের পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৩ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২ ঘণ্টা আগে