টেকনাফ (কক্সবাজার): জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সেন্টমার্টিন দ্বীপের চারদিকে ভেঙে গেছে। দ্বীপের একমাত্র জেটিটিও বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কারও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। মানুষ আতঙ্কে থাকলেও নিরাপদে রয়েছে বলে জানা যায়।
জানা গেছে, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে সাগর উত্তাল রয়েছে। পানির উচ্চতা বেড়েছে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ভাঙন ধরেছে। গত তিন থেকে চার দিন ধরে সাগরের একই অবস্থা রয়েছে। জোয়ারের পানিতে কক্সবাজারের টেকনাফের এ প্রবাল দ্বীপের একমাত্র জেটিটি বিধ্বস্ত হয়েছে। যে জেটি দিয়ে পর্যটকসহ দ্বীপের বাসিন্দারা যাতায়াত করতেন।
সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, 'ইয়াসের তাণ্ডবে কবরস্থানের পশ্চিম দিকে ভেঙে গেছে। পূর্ব দিকেও ভেঙেছে। বেশ কিছু নারকেল গাছ উপড়ে গেছে। পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙে গেছে। প্রিন্স সেভেন নামের এক হোটেলের বেশ ক্ষতিগ্রস্ত হয়। পথের বিভিন্ন জায়গায় ঢালাই উঠে খানাখন্দে পরিণত হচ্ছে।'
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের চারদিকে ভেঙে গেছে। বিশেষ করে দক্ষিণ পাশের এক জামে মসজিদের ক্ষতি হয়েছে। সে সঙ্গে জোয়ার ও ঢেউয়ের আঘাতে জেলেদের নৌকা নষ্ট হয়ে গেছে।
নুর আহমদ আরও জানান, এলাকার আশপাশের অবস্থা খারাপ হলেও সবাই নিরাপদে বাড়িতে রয়েছেন। সকল হোটেল প্রস্তুত করে রাখা হয়েছে। সংকেত দিলে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৬ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে