চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত ও পরিচালনা কমিটির ভর্তি বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকেরা বলেন, সরকারের নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে বিদ্যালয়টিতে অনলাইনে আবেদন করার নিয়ম থাকলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে চার ধরনের ফরম বিক্রি করেন। দুই ধরনের ফরমে ক্রমিক নম্বর কম্পিউটারাইজড আর দুই ধরনের ফরমের ক্রমিক নম্বর হাতে লেখা ছিল। আর হাতের লেখা ক্রমিক নম্বর ফরমে অনিয়ম করেন রুপম সেনগুপ্ত। অধিকাংশ অভিভাবক ৮-১০টি ফরম ক্রয় করেন। এ ধরনের পরামর্শ অভিভাবকদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত নিজেই দেন বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অভিভাবকেরা আরও অভিযোগ করে বলেন, এতে করে একজন ছাত্র লটারিতে একাধিকবার চান্স পায়। একাধিকবার চান্স পাওয়া ছাত্রের একটি রোল রেখে বাকিগুলো ওই হাতের লেখা ক্রমিক নম্বর দেওয়ার ফরমের মাধ্যমে তাদের অভিভাবকদের থেকে ২০-৫০ হাজার টাকার বিনিময়ে চান্স না পাওয়া ছাত্রদের ভর্তি করান।
এ সময় এক অভিভাবক বলেন, ‘অনলাইনে ভর্তি ফরম পূরণ করা হলে এ ধরনের অনিয়ম করা সম্ভব হতো না। আমিও একটি ফরম ক্রয় করেছি। সরকারি বিধি মোতাবেক দুই শাখায় ১২০ জন শিক্ষার্থী ভর্তি করার নিয়ম থাকলেও ৬ জানুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণিতে ১৪০ জন শিক্ষার্থীর নাম হাজিরা খাতায় পাওয়া যায়। এ ছাড়াও রুপম সেনগুপ্ত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি বাবদ ১ হাজার ২৬০ টাকা করে আদায় করছেন।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক আবদুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, এয়াকুব নবী ও নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক অভিভাবক।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত ও পরিচালনা কমিটির ভর্তি বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সরকারি হাসপাতালের সামনে তাঁরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকেরা বলেন, সরকারের নিয়ম অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে বিদ্যালয়টিতে অনলাইনে আবেদন করার নিয়ম থাকলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন সরকারের নিয়ম-নীতির তোয়াক্কা না করে চার ধরনের ফরম বিক্রি করেন। দুই ধরনের ফরমে ক্রমিক নম্বর কম্পিউটারাইজড আর দুই ধরনের ফরমের ক্রমিক নম্বর হাতে লেখা ছিল। আর হাতের লেখা ক্রমিক নম্বর ফরমে অনিয়ম করেন রুপম সেনগুপ্ত। অধিকাংশ অভিভাবক ৮-১০টি ফরম ক্রয় করেন। এ ধরনের পরামর্শ অভিভাবকদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেনগুপ্ত নিজেই দেন বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অভিভাবকেরা আরও অভিযোগ করে বলেন, এতে করে একজন ছাত্র লটারিতে একাধিকবার চান্স পায়। একাধিকবার চান্স পাওয়া ছাত্রের একটি রোল রেখে বাকিগুলো ওই হাতের লেখা ক্রমিক নম্বর দেওয়ার ফরমের মাধ্যমে তাদের অভিভাবকদের থেকে ২০-৫০ হাজার টাকার বিনিময়ে চান্স না পাওয়া ছাত্রদের ভর্তি করান।
এ সময় এক অভিভাবক বলেন, ‘অনলাইনে ভর্তি ফরম পূরণ করা হলে এ ধরনের অনিয়ম করা সম্ভব হতো না। আমিও একটি ফরম ক্রয় করেছি। সরকারি বিধি মোতাবেক দুই শাখায় ১২০ জন শিক্ষার্থী ভর্তি করার নিয়ম থাকলেও ৬ জানুয়ারি থেকে ষষ্ঠ শ্রেণিতে ১৪০ জন শিক্ষার্থীর নাম হাজিরা খাতায় পাওয়া যায়। এ ছাড়াও রুপম সেনগুপ্ত ষষ্ঠ শ্রেণিতে ভর্তি বাবদ ১ হাজার ২৬০ টাকা করে আদায় করছেন।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক আবদুল্লাহ আল মামুন, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, এয়াকুব নবী ও নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক অভিভাবক।

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
৩ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে