দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)।
নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)।
নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৪ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৫ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
১৮ মিনিট আগে