Ajker Patrika

হাটহাজারীতে হোটেলে পুড়ে আহত এক, ২ কোটি টাকার ক্ষতি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫: ৪২
আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্টের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্টের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে একটি হোটেল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনে ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত ‘আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আল জামান হোটেলের মালিক মো. কামাল উদ্দিন ও মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের কমপক্ষে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের নগদ ৫ লাখ টাকা পুড়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। ৯৯৯-এ খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টা, এসআই আটক

বিক্ষোভ দমন ব্যর্থ হলে রাশিয়ায় পালানোর প্রস্তুতি খামেনির—দ্য টাইমস

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

‘জুলাই যোদ্ধা’ সুরভীর মায়ের করা মামলায় ব্যবস্থা নেয়নি পুলিশ, লুকিয়েছে বয়স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত