Ajker Patrika

চন্দনাইশে ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
শাহ আলী রেজা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা
শাহ আলী রেজা ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাহ আলী রেজা ব্রিকসের জেলা প্রশাসকের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। অন্যান্য অনিয়মের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে শাহ আলী রেজা ব্রিকস থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন, অবৈধ ইটভাটা শাহ আলী রেজা ব্রিকসের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে যথাযথ নিয়ম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত