
টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।
ফেনীতে চট্টগ্রাম-ঢাকা রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে পানি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ধসে পড়েছে পাহাড়। ফলে চট্টগ্রামের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জেও খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন তলিয়ে গেছে। কুমিল্লায় চট্টগ্রাম থেকে সিলেট রুটের কয়েকটি স্থানেও পানি উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাহাড় ধস হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইন তলিয়ে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার শঙ্কা:
অপরদিকে হবিগঞ্জে বন্যার পানি বেড়ে যাওয়ায় খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় তা জানানো হয়।
মহাসড়কে পানি: এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। গতকাল ভোর থেকে এ যানজট শুরু হয়। তবে গতকাল বিকেলে এ খবর লেখার সময় মহাসড়ক থেকে পানি অনেকটা নেমে গেলে যানজট কমতে থাকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা ডুবে যায়। এতে যান চলাচলে ধীরগতির কারণে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়।
ভোরে যানজটে আটকে থাকা কাভার্ড ভ্যানের চালক এমদাদ মিয়া বলেন, ‘ভোর ৬টায় চৌদ্দগ্রামে যানজটে পড়ি। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে আটকে আছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যায়। বিকেলে সড়কে থেকে পানি সরতে শুরু করায় যানজট কমে যায়।
গোমতী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের: এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা সদরসহ দেবিদ্বার ও বুড়িচং উপজেলার কিছু এলাকায় নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
কুমিল্লা সদরের কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা আদর্শ সদরের ইউএনও রোমেন শর্মা বলেন, জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং কুমিল্লা ও হবিগঞ্জ প্রতিনিধি]

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।
ফেনীতে চট্টগ্রাম-ঢাকা রেললাইন ও রেলসেতুর ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে পানি। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ধসে পড়েছে পাহাড়। ফলে চট্টগ্রামের সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। হবিগঞ্জেও খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায়, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন তলিয়ে গেছে। কুমিল্লায় চট্টগ্রাম থেকে সিলেট রুটের কয়েকটি স্থানেও পানি উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাহাড় ধস হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, রেললাইন তলিয়ে যাওয়ায় ও পাহাড় ধসের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার শঙ্কা:
অপরদিকে হবিগঞ্জে বন্যার পানি বেড়ে যাওয়ায় খোয়াই রেলসেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় তা জানানো হয়।
মহাসড়কে পানি: এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট। গতকাল ভোর থেকে এ যানজট শুরু হয়। তবে গতকাল বিকেলে এ খবর লেখার সময় মহাসড়ক থেকে পানি অনেকটা নেমে গেলে যানজট কমতে থাকে।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা ডুবে যায়। এতে যান চলাচলে ধীরগতির কারণে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের তৈরি হয়।
ভোরে যানজটে আটকে থাকা কাভার্ড ভ্যানের চালক এমদাদ মিয়া বলেন, ‘ভোর ৬টায় চৌদ্দগ্রামে যানজটে পড়ি। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে আটকে আছি।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খায়রুল আলম বলেন, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রাম ও ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যায়। বিকেলে সড়কে থেকে পানি সরতে শুরু করায় যানজট কমে যায়।
গোমতী বাঁধ মেরামতের চেষ্টা স্থানীয়দের: এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুমিল্লা সদরসহ দেবিদ্বার ও বুড়িচং উপজেলার কিছু এলাকায় নদীতীরবর্তী চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর ডুবে গেছে। বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।
কুমিল্লা সদরের কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত ৮৫ কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কুমিল্লা আদর্শ সদরের ইউএনও রোমেন শর্মা বলেন, জনসাধারণকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম এবং কুমিল্লা ও হবিগঞ্জ প্রতিনিধি]

অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৮ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রে
৩৬ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর স্থাপনসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনায় দুই সিনিয়র স্টাফ নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব....
৪১ মিনিট আগে