নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হেরিটেজ হিসেবে ঘোষিত সিআরবিতে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) বিকেলে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে সিআরবি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চাই না’ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র শতভাগ সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি সিআরবি’র রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়ানোরও দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অন্যান্য সব জায়গা থেকে আলাদা। বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের অভয়ারণ্য সিআরবি চট্টগ্রামের জন্য একটা প্রাকৃতিক অক্সিজেন প্ল্যান্টের মত। এই এলাকা জুড়ে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি আছে। নানান প্রাণ বৈচিত্র্যের চারণভূমি সিআরবিতে বাংলা নববর্ষ উদ্যাপন, পিঠা উৎসব, বসন্ত উৎসবসহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এ ছাড়া এই সিআরবি ব্রিটিশবিরোধী সংগ্রামের সূতিকাগার, এখানে রয়েছে একাত্তরের রণাঙ্গনের শহীদের কবর, শহীদের নামে কলোনি, শহীদের নামে সড়ক।
সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে চট্টগ্রামের ফুসফুস ও সাংস্কৃতিক কেন্দ্রটিকে সংরক্ষণের মাধ্যমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং চট্টগ্রামে রেলওয়ের অনেক জায়গা রয়েছে সেখানে শতভাগ সরকারি হাসপাতাল করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
সাংস্কৃতিক সমাবেশে উদীচী চট্টগ্রামের সংগঠক অধ্যাপিকা শীলা দাশ গুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজী সেন, বাংলাদেশ কলেজ বিদ্যালয় শিক্ষক সমিতির নেত্রী অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, টিইউসি চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, উদীচী চট্টগ্রামের সংগঠক জামাল উদ্দিন হায়দার প্রমুখ।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামের ফুসফুস হিসাবে খ্যাত সিআরবিতে রেল কর্তৃপক্ষ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে একটি বেসরকারি হাসপাতাল করার কাজ শুরু করেছে। সরকার এর আগেও সুন্দরবন, মহেশখালীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বন উজাড় করে, পাহাড় কেটে উন্নয়নের নামে প্রকৃতি-পরিবেশ বিধ্বংসী প্রকল্প অনুমোদন করেছে। সিআরবিতে বেসরকারি হাসপাতালের প্রস্তাবনা মূলত এরই ধারাবাহিকতা মাত্র।

চট্টগ্রামের হেরিটেজ হিসেবে ঘোষিত সিআরবিতে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) বিকেলে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে সিআরবি চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চাই না’ স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সিআরবিতে হাসপাতাল করার সিদ্ধান্ত বাতিল করে অন্যত্র শতভাগ সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি সিআরবি’র রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়ানোরও দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের অন্যান্য সব জায়গা থেকে আলাদা। বিলুপ্ত প্রজাতির উদ্ভিদের অভয়ারণ্য সিআরবি চট্টগ্রামের জন্য একটা প্রাকৃতিক অক্সিজেন প্ল্যান্টের মত। এই এলাকা জুড়ে ১৯৭টি উদ্ভিদ প্রজাতি আছে। নানান প্রাণ বৈচিত্র্যের চারণভূমি সিআরবিতে বাংলা নববর্ষ উদ্যাপন, পিঠা উৎসব, বসন্ত উৎসবসহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এ ছাড়া এই সিআরবি ব্রিটিশবিরোধী সংগ্রামের সূতিকাগার, এখানে রয়েছে একাত্তরের রণাঙ্গনের শহীদের কবর, শহীদের নামে কলোনি, শহীদের নামে সড়ক।
সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে চট্টগ্রামের ফুসফুস ও সাংস্কৃতিক কেন্দ্রটিকে সংরক্ষণের মাধ্যমে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং চট্টগ্রামে রেলওয়ের অনেক জায়গা রয়েছে সেখানে শতভাগ সরকারি হাসপাতাল করে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
সাংস্কৃতিক সমাবেশে উদীচী চট্টগ্রামের সংগঠক অধ্যাপিকা শীলা দাশ গুপ্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য রোজী সেন, বাংলাদেশ কলেজ বিদ্যালয় শিক্ষক সমিতির নেত্রী অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তী, টিইউসি চট্টগ্রামের আইন বিষয়ক সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, যুব ইউনিয়ন চট্টগ্রামের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, উদীচী চট্টগ্রামের সংগঠক জামাল উদ্দিন হায়দার প্রমুখ।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামের ফুসফুস হিসাবে খ্যাত সিআরবিতে রেল কর্তৃপক্ষ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে একটি বেসরকারি হাসপাতাল করার কাজ শুরু করেছে। সরকার এর আগেও সুন্দরবন, মহেশখালীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় বন উজাড় করে, পাহাড় কেটে উন্নয়নের নামে প্রকৃতি-পরিবেশ বিধ্বংসী প্রকল্প অনুমোদন করেছে। সিআরবিতে বেসরকারি হাসপাতালের প্রস্তাবনা মূলত এরই ধারাবাহিকতা মাত্র।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে