কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিল উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চরহাজারী ইউনিয়নে ৩টি বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযান চালিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন।
এ ছাড়া উপজেলা প্রশাসন গত ২১ নভেম্বর একই ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলছাত্রী এবং ২৪ নভেম্বর আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, 'বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কন্যার বয়স ১৮ বছর দাবি করেন। এরপর মেয়ের বয়স প্রমাণে জন্মসনদ দেখতে চাইলে তারা জন্মসনদের একটি ফটোকপি দেখান। পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হয়।
কারণ তাদের দেখানো জন্ম সনদটির সত্যতা যাচাইয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানা যায়, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রারে রেকর্ড অনুযায়ী মেয়ের বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বাল্যবিয়েতে আসতে নিষেধ করেন। পরে কনের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।'

নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কিশোরীর বাল্যবিবাহ পণ্ড করে দিল উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চরহাজারী ইউনিয়নে ৩টি বাল্যবিবাহ পণ্ড করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এক বিয়ে বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। অভিযান চালিয়ে বাল্যবিবাহের সকল আয়োজন পণ্ড করে দেয় উপজেলা প্রশাসন।
এ ছাড়া উপজেলা প্রশাসন গত ২১ নভেম্বর একই ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের এক স্কুলছাত্রী এবং ২৪ নভেম্বর আরেক স্কুলছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, 'বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাল্যবিবাহের আয়োজনের খবর জানতে পারেন। খবর পেয়ে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে কন্যার বয়স ১৮ বছর দাবি করেন। এরপর মেয়ের বয়স প্রমাণে জন্মসনদ দেখতে চাইলে তারা জন্মসনদের একটি ফটোকপি দেখান। পরবর্তীতে সেটি ভুয়া প্রমাণিত হয়।
কারণ তাদের দেখানো জন্ম সনদটির সত্যতা যাচাইয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে জানা যায়, ইউনিয়ন পরিষদের রেজিস্ট্রারে রেকর্ড অনুযায়ী মেয়ের বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপর মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন বলে স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক কনের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বাল্যবিয়েতে আসতে নিষেধ করেন। পরে কনের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।'

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৫ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে