চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাত ১০টার দিকেও সহকর্মীদের সঙ্গে নিজ কর্মস্থলের সামনে হাসিখুশিতে ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে মজাও করেছেন নিজেরা নিজেরাই। শহরে পারিবারিক অনুষ্ঠান আছে বলে বিদায় নিয়েছিলেন সহকর্মীদের কাছ থেকে। তবে আড়াই ঘণ্টার ব্যবধানে এই বিদায় যে চিরবিদায়ে রূপ নেবে তা কি সহকর্মীদের কেউ জানতেন?
বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেনের কথা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শখের স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের পাশে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। পরে শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজায় নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দশটার দিকে নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকায় দাওয়াতে গিয়েছিলেন আফতাব হোসেন। দাওয়াত থেকে ফেরার পথে হাটহাজারী যান স্কুটির তেল কিনতে। পরে তিনি তেল নিয়ে পৌনে ১২টার দিকে স্কুটি চালিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের সামনে ইউটার্ন নেওয়ার সময় শহরের দিক থেকে আসা বেপরোয়া গতির একটা প্রাইভেটকার তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে ৬-৭ হাত দূরে ছিটকে পড়েন আফতাব হোসেন। স্কুটি ছিটকে পড়ে ২০ হাত দূরে। পরবর্তীতে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় প্রাইভেটকারচালক মাসুদ পারভেজকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফতাব হোসেনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউটার্ন নেওয়ার সময় শহরের দিক থেকে আসা একটি প্রাইভেটকার চবি শিক্ষকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আমরা প্রাইভেটকারচালক মাসুদ পারভেজকে আটক করেছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আফতাব হোসেনের মৃত্যুর কয়েক ঘণ্টা আগের স্মৃতির বর্ণনা দিয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দশটার দিকেও বিভাগের সামনে দেখা হয়েছিল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে মজা করতাম। উনাকে শেভ করা দেখে তখনো মজা করলাম। স্বভাবসুলভ হাসি দিয়ে জানালেন শহরে একটা পারিবারিক অনুষ্ঠান আছে, সেখানে যাবেন। এরপর আমাদের থেকে বিদায় নিলেন। এই বিদায় যে শেষ বিদায় তা কি আমরা জানতাম? এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।’
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘আফতাব হোসেন শখের বশে স্কুটিটি কিনেছিলেন। এটি চালিয়ে বাসা থেকে ক্লাসে যেতেন। মাঝেমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেতেন। তবে শহরে তেমন একটা যেতেন না।’
আফতাব হোসেন পারিবারিক জীবনে এক সন্তানের জনক। তাঁর স্ত্রী একই বিভাগের শিক্ষক।
এদিকে আফতাব হোসেনের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক, এক নম্বর গেইট এলাকায় গতি নিরোধক ও পদচারী-সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মধ্যরাতেই বিক্ষোভ করেন তাঁরা। দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসানো হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে পদচারী-সেতু নির্মাণের কাজ শুরু হবে।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৌম্য তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসানো হয়েছে। পদচারী-সেতুর নকশা করা হয়েছে। তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নকশা অনুমোদন হলে আগামী দেড় মাসের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘পদচারী-সেতুর জন্য আমরা সড়ক বিভাগকে আগেই দরখাস্ত দিয়েছিলাম। সর্বশেষ তারা ফুটওভার ব্রিজের জন্য বাজেট পাস করেছে বলে জানিয়েছে। যত দ্রুত সম্ভব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত তিন বছরে এই এলাকায় চারটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গত বছর ২০ অক্টোবর বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ১ নম্বর গেট এলাকায় জেব্রাক্রসিং, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

রাত ১০টার দিকেও সহকর্মীদের সঙ্গে নিজ কর্মস্থলের সামনে হাসিখুশিতে ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে মজাও করেছেন নিজেরা নিজেরাই। শহরে পারিবারিক অনুষ্ঠান আছে বলে বিদায় নিয়েছিলেন সহকর্মীদের কাছ থেকে। তবে আড়াই ঘণ্টার ব্যবধানে এই বিদায় যে চিরবিদায়ে রূপ নেবে তা কি সহকর্মীদের কেউ জানতেন?
বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেনের কথা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শখের স্কুটি চালিয়ে ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের পাশে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। পরে শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজায় নামাজ শেষে তাঁকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত দশটার দিকে নগরীর বায়েজিদ থানার বালুচরা এলাকায় দাওয়াতে গিয়েছিলেন আফতাব হোসেন। দাওয়াত থেকে ফেরার পথে হাটহাজারী যান স্কুটির তেল কিনতে। পরে তিনি তেল নিয়ে পৌনে ১২টার দিকে স্কুটি চালিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের সামনে ইউটার্ন নেওয়ার সময় শহরের দিক থেকে আসা বেপরোয়া গতির একটা প্রাইভেটকার তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে ৬-৭ হাত দূরে ছিটকে পড়েন আফতাব হোসেন। স্কুটি ছিটকে পড়ে ২০ হাত দূরে। পরবর্তীতে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় প্রাইভেটকারচালক মাসুদ পারভেজকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফতাব হোসেনকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ইউটার্ন নেওয়ার সময় শহরের দিক থেকে আসা একটি প্রাইভেটকার চবি শিক্ষকের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আমরা প্রাইভেটকারচালক মাসুদ পারভেজকে আটক করেছি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আফতাব হোসেনের মৃত্যুর কয়েক ঘণ্টা আগের স্মৃতির বর্ণনা দিয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সুমন বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘রাত দশটার দিকেও বিভাগের সামনে দেখা হয়েছিল। আমরা বিভিন্ন বিষয় নিয়ে মজা করতাম। উনাকে শেভ করা দেখে তখনো মজা করলাম। স্বভাবসুলভ হাসি দিয়ে জানালেন শহরে একটা পারিবারিক অনুষ্ঠান আছে, সেখানে যাবেন। এরপর আমাদের থেকে বিদায় নিলেন। এই বিদায় যে শেষ বিদায় তা কি আমরা জানতাম? এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।’
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘আফতাব হোসেন শখের বশে স্কুটিটি কিনেছিলেন। এটি চালিয়ে বাসা থেকে ক্লাসে যেতেন। মাঝেমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যেতেন। তবে শহরে তেমন একটা যেতেন না।’
আফতাব হোসেন পারিবারিক জীবনে এক সন্তানের জনক। তাঁর স্ত্রী একই বিভাগের শিক্ষক।
এদিকে আফতাব হোসেনের মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মী ও শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক, এক নম্বর গেইট এলাকায় গতি নিরোধক ও পদচারী-সেতু নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মধ্যরাতেই বিক্ষোভ করেন তাঁরা। দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসানো হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে পদচারী-সেতু নির্মাণের কাজ শুরু হবে।
চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৌম্য তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে জেব্রা ক্রসিং ও গতিরোধক বসানো হয়েছে। পদচারী-সেতুর নকশা করা হয়েছে। তা অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নকশা অনুমোদন হলে আগামী দেড় মাসের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘পদচারী-সেতুর জন্য আমরা সড়ক বিভাগকে আগেই দরখাস্ত দিয়েছিলাম। সর্বশেষ তারা ফুটওভার ব্রিজের জন্য বাজেট পাস করেছে বলে জানিয়েছে। যত দ্রুত সম্ভব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত তিন বছরে এই এলাকায় চারটি পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গত বছর ২০ অক্টোবর বাসের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ১ নম্বর গেট এলাকায় জেব্রাক্রসিং, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩১ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে