কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা মেলা’ মদ-জুয়ার আড্ডা ও অশ্লীলতার দায়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে মদ-জুয়া ও অশ্লীলতার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়া মেলাটি বন্ধ করে দেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, মেলায় মদ-জুয়াসহ অশ্লীল কার্যক্রম চলছে বলে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা সভায় অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। পরে দুপুরে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মেলা বন্ধের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কথা বলে ১২ দিনের মুক্তিযোদ্ধা মেলার অনুমোদন নেন চরফকিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সমীর।
উল্লেখ্য, মেলায় আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের ছবি টাঙিয়ে গত কয়েক দিন নগ্ন নৃত্য, মদ-জুয়ার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। তা ছাড়া এ বিষয়ে প্রতিবাদ করে আসছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
জানতে চাইলে মেলার আয়োজক সমীর মেম্বার বলেন, ‘আমরা মেলার শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছি। তবে মেলাটি বন্ধ করে দেওয়ায় মেলায় আসা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা মেলা’ মদ-জুয়ার আড্ডা ও অশ্লীলতার দায়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে মদ-জুয়া ও অশ্লীলতার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়া মেলাটি বন্ধ করে দেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, মেলায় মদ-জুয়াসহ অশ্লীল কার্যক্রম চলছে বলে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা সভায় অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। পরে দুপুরে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মেলা বন্ধের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কথা বলে ১২ দিনের মুক্তিযোদ্ধা মেলার অনুমোদন নেন চরফকিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সমীর।
উল্লেখ্য, মেলায় আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের ছবি টাঙিয়ে গত কয়েক দিন নগ্ন নৃত্য, মদ-জুয়ার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। তা ছাড়া এ বিষয়ে প্রতিবাদ করে আসছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
জানতে চাইলে মেলার আয়োজক সমীর মেম্বার বলেন, ‘আমরা মেলার শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছি। তবে মেলাটি বন্ধ করে দেওয়ায় মেলায় আসা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।’

খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২৯ মিনিট আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩২ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১ ঘণ্টা আগে