নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৭ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৯ মিনিট আগে