নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

গ্যাস-সংকটে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এ ছাড়া গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডেও (এএফসিসিএল)।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান কারখানাটির উৎপাদন বন্ধের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, গ্যাস-সংকটের কারণে ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগপর্যন্ত সিইউএফএল প্রতিদিন ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদন হতো। গ্যাস-সংকট স্বাভাবিক হলে আবার কারখানা চালু হবে।
আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুনীল চন্দ্র দাশ বলেন, ‘গ্যাসের চাপ কম থাকায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন কমে গেছে। উৎপাদন কমার আগে এএফসিসিএলে দৈনিক ১ হাজার ২০০ টন সার উৎপাদন হতো।
বিসিআইসি সূত্র বলেছে, দেশে মোট ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমানে দেশীয় কারখানাগুলো বন্ধ থাকায় সার আমদানি বাড়ানোর দিকে জোর দিচ্ছে বিসিআইসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্যাস-সংকটের কারণে ২০২২ সালের নভেম্বরে একবার সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৫ নভেম্বর আবার কারখানাটি চালু হয়। এরপর ১৮ জানুয়ারি রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়। এ ছাড়া একই কারণে গত বছরের মার্চ থেকে এএফসিসিএলে উৎপাদন বন্ধ ছিল। গত ডিসেম্বরে পুনরায় কারখানাটি চালু হয়। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) উৎপাদন বন্ধ হয়। ৭৩ দিন পর ১৮ নভেম্বর এখানে উৎপাদন শুরু হয়। কিন্তু ১৫ জানুয়ারি বিকেলে আবার এই কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে