
কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গর্জনিয়া-ফুলনিরচর সড়কের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।
নিহত পারভেজ উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আবদুর রহিমের ছেলে। আহতরা হলেন একই এলাকার গরু ব্যবসায়ী আহমদ হোসেন (৪৫) ও মো. একরাম (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর গর্জনিয়া হাট থেকে দুটি গরু কিনে সাত-আটজন মিলে বাড়ি ফিরছিলেন। রাত ১টার দিকে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথ রোধ করে গরু দুটি ছিনিয়ে নেয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে গরুগুলো উদ্ধার করতে গেলে ছিনতাইকারীরা হামলা চালায়।
এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন পারভেজ, আহমদ হোসেন ও একরাম। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, গরু ছিনতাইয়ের জেরে এ ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় জাহেদ গ্রুপের দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৯ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
২০ মিনিট আগে