চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদেরকে মারধরের অভিযোগে একটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার মতলব উত্তর থানায় মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে মামলায় অভিযুক্ত ওই সম্পাদকের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর হলেও তিনি ঢাকায় থাকেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন বলে জানা গেছে।
অনুপস্থিত ব্যক্তিকে মামলায় আসামি করার বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট থানায় ওসির সঙ্গে কথা বলতে বলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে যায়। সেখানে মামলার আসামি মো. আনিছুর রহমান ওরফে কানা আনিছের নির্দেশে সংঘবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা–মোবাইল ফোন নিয়ে যায়।
একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে। তারা নৌকার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। এই ঘটনায় আহত দেখানো হয়েছে, মতলব উত্তর উপজেলার মুদাফর এলাকার মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল (৩৫) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. শাকিল দেওয়ানকে (৩৬)।
আহতদের পক্ষে থানায় মামলাটি দায়ের করেন মতলব উত্তর ষাটনল বাড়ীভাঙা প্রধানিয়া বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ও আহত শাকিলের ছোট ভাই মো. জহিরুল ইসলাম (৩৪)। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ককটেলের অংশ বিশেষ পেয়েছে। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলা হয়েছে বিষয়টি আমরা জানি না।
কারণ, মামলায় আসামিদের নাম ও পিতার নাম ব্যবহার হয়। তবে আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে।’

চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদেরকে মারধরের অভিযোগে একটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার মতলব উত্তর থানায় মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে মামলায় অভিযুক্ত ওই সম্পাদকের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর হলেও তিনি ঢাকায় থাকেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন বলে জানা গেছে।
অনুপস্থিত ব্যক্তিকে মামলায় আসামি করার বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট থানায় ওসির সঙ্গে কথা বলতে বলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে যায়। সেখানে মামলার আসামি মো. আনিছুর রহমান ওরফে কানা আনিছের নির্দেশে সংঘবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা–মোবাইল ফোন নিয়ে যায়।
একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে। তারা নৌকার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। এই ঘটনায় আহত দেখানো হয়েছে, মতলব উত্তর উপজেলার মুদাফর এলাকার মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল (৩৫) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. শাকিল দেওয়ানকে (৩৬)।
আহতদের পক্ষে থানায় মামলাটি দায়ের করেন মতলব উত্তর ষাটনল বাড়ীভাঙা প্রধানিয়া বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ও আহত শাকিলের ছোট ভাই মো. জহিরুল ইসলাম (৩৪)। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ককটেলের অংশ বিশেষ পেয়েছে। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলা হয়েছে বিষয়টি আমরা জানি না।
কারণ, মামলায় আসামিদের নাম ও পিতার নাম ব্যবহার হয়। তবে আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে