সাজ্জাদ মাহমুদ খান ও জহিরুল ইসলাম জয়, চাঁদপুর থেকে

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাছেই রান্ধনী মুড়া গ্রাম। সেই গ্রাম থেকে ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ২০-২৫ জনের একটা মিছিল আসে বাজারে। কুমিল্লায় পবিত্র কোরআন মন্দিরে রাখার প্রতিবাদে মিছিলকারীদের বয়স ১৫-২০ বছর। মিছিলটি বাজারের বড় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় এশার নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। এ সময় মিছিলটিতে প্রায় এক হাজার মুসল্লি যোগ দেন। হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করার সময় যোগ দেয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৫-৭ হাজার লোকের মিছিল হাজীগঞ্জ বাজারের মকিমাবাদের রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সামনে দিয়ে যাওয়ার সময় মাঝখান থেকে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর হামলা ছড়িয়ে পড়ে সারা বাজারে। প্রায় তিন ঘণ্টার হামলা, ধাওয়া-পাল্টাধাওয়ায় উপজেলার ২৮টি মন্দিরের ১৮টি আক্রান্ত হয়। পুলিশ ১০৯টি শটগানের গুলি ছোড়ে। প্রাণ যায় পাঁচজনের।
হাজীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র বলেন, মাত্র কয়েকজন কিশোর-যুবকের মিছিল বাজারে এল।
প্রায় এক ঘণ্টা বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করল। মিছিলে হাজার মানুষ যোগ দিল। শুরুতেই পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দিতে পারত কিংবা সহিংসতা ঠেকাতে প্রস্তুতি নিতে পারত। কিন্তু তারা কোনোটাই করেনি। এমন সহিংসতা হতে পারে—বিষয়টি তাঁদের মাথাই ছিল না, বলছেন হাজীগঞ্জ থানার একজন কর্মকর্তা। তিনি বলেন, এমন ঘটনা ঘটতে পারে তাঁরা কল্পনাও করেনি। তাই তাঁদের সেই অর্থে কোনো প্রস্তুতিও ছিল না। তাঁরা ধারণা করেছিলেন, সাধারণ মানুষ মিছিল করে চলে যাবে। তাদের চলে যাওয়ার জন্যও অনুরোধ করা হয়।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুরুতেই মিছিল ছিল শান্তিপূর্ণ। একটি শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া পুলিশের কাজ না। মিছিলকারীরা যখন মন্দিরের হামলা করেছে, তখন তাদের বাধা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিতে। কিন্তু মিছিলকারীরা পুলিশ ও মন্দিরে হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়।’
সাহায্য পায়নি মন্দির কর্তৃপক্ষ
হাজীগঞ্জ বাজারের রামকৃষ্ণ সেবাশ্রমে হামলা হয় ১৩ অক্টোবর রাত ৮টা ৪১ মিনিটে। হামলার পর থানায় ফোন করে সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের সেবক স্বামী সেবামায়ানন্দ। হামলার দুই মিনিটের মাথায় তিনি হাজীগঞ্জ থানায় ফোন করেন। কিন্তু পুলিশ আসেনি। এরপর দ্বিতীয় দফায় হামলা হয়।
গ্রামের মন্দিরে হামলা
হাজীগঞ্জ বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চৌধুরীবাড়ি মন্দিরে হামলা হয় ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে। মন্দিরের সব প্রতিমাই হামলায় ভেঙে ফেলা হয়। কথা হয় কালিপদ রায়ের সঙ্গে। তিনি বলেন, দাদা কৃষ্ণ কিশোর রায় চৌধুরীর সময় থেকেই এ অঞ্চলের সবচেয়ে বড় পূজামণ্ডপ হয় তাঁদের এখানে। এলাকার সব ধর্মের মানুষই পূজায় আনন্দ করে। রাত সাড়ে ১০টার দিকে পূজা হচ্ছিল। স্থানীয় চেয়ারম্যানও পূজামণ্ডপে ছিলেন। এ সময় প্রায় দুই থেকে তিন শ কিশোর-যুবক লাঠি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মণ্ডপে হামলা করে। প্রতিমা ভেঙে ফেলে। উপজেলা পূজা উদযাপন কমিটি বলছে, রাত ১০টা পর্যন্ত বাজারে হামলার পর সহিংসতা গ্রামে ছড়িয়ে পড়ে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রামপুরের ধোপাবাড়ি কালিমন্দির, শীলবাড়ি মন্দির, পোদ্দার বাড়ি, হরিলাল সাহার বাড়ি, মন্দির ও বড়বাড়ি মন্দিরে হামলা হয়।
মিছিলের আগে মিটিং ১৩ অক্টোবর মিছিলের আগে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সামনের বাগানে মিছিলকারীরা একটি মিটিং করেছিল। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে তিনটার মিটিংয়ে ইসলামী ছাত্রসেনা ও ছাত্রদলের মধ্যম সারির কয়েকজন নেতা ছিলেন। ছাত্রলীগের কয়েকজন তরুণ কর্মীও মিটিংয়ে অংশ নিয়েছিল। সেই মিটিং থেকেই মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই মিছিল থেকেই হামলা হয়। এ ব্যাপারে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, বাজারে প্রথম যে মিছিল এসেছিল, তার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
হামলার নেতৃত্বে
ছোট একটা মিছিল থেকে জমায়েতের মাধ্যমে হামলা হয়েছে। তবে হামলা পূর্বপরিকল্পিত বলছে পুলিশ কর্মকর্তারা। চাঁদপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, জামায়াত নেতা কামাল উদ্দিন আব্বাসিকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। আরেকটি অংশের নেতৃত্বে ছিল স্থানীয় আল এহসান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরিফ হোসাইন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আক্তার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
হাজীগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় ১০টি মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। বাকি আটটি মামলার বাদী মন্দির কর্তৃপক্ষ। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আটজনকে। এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মারা গেছেন। অজ্ঞাতনামা আসামি ৫ হাজার।

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের কাছেই রান্ধনী মুড়া গ্রাম। সেই গ্রাম থেকে ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় ২০-২৫ জনের একটা মিছিল আসে বাজারে। কুমিল্লায় পবিত্র কোরআন মন্দিরে রাখার প্রতিবাদে মিছিলকারীদের বয়স ১৫-২০ বছর। মিছিলটি বাজারের বড় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় এশার নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছিলেন। এ সময় মিছিলটিতে প্রায় এক হাজার মুসল্লি যোগ দেন। হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করার সময় যোগ দেয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
৫-৭ হাজার লোকের মিছিল হাজীগঞ্জ বাজারের মকিমাবাদের রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সামনে দিয়ে যাওয়ার সময় মাঝখান থেকে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর হামলা ছড়িয়ে পড়ে সারা বাজারে। প্রায় তিন ঘণ্টার হামলা, ধাওয়া-পাল্টাধাওয়ায় উপজেলার ২৮টি মন্দিরের ১৮টি আক্রান্ত হয়। পুলিশ ১০৯টি শটগানের গুলি ছোড়ে। প্রাণ যায় পাঁচজনের।
হাজীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র বলেন, মাত্র কয়েকজন কিশোর-যুবকের মিছিল বাজারে এল।
প্রায় এক ঘণ্টা বাজার ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করল। মিছিলে হাজার মানুষ যোগ দিল। শুরুতেই পুলিশ তাদের বুঝিয়ে পাঠিয়ে দিতে পারত কিংবা সহিংসতা ঠেকাতে প্রস্তুতি নিতে পারত। কিন্তু তারা কোনোটাই করেনি। এমন সহিংসতা হতে পারে—বিষয়টি তাঁদের মাথাই ছিল না, বলছেন হাজীগঞ্জ থানার একজন কর্মকর্তা। তিনি বলেন, এমন ঘটনা ঘটতে পারে তাঁরা কল্পনাও করেনি। তাই তাঁদের সেই অর্থে কোনো প্রস্তুতিও ছিল না। তাঁরা ধারণা করেছিলেন, সাধারণ মানুষ মিছিল করে চলে যাবে। তাদের চলে যাওয়ার জন্যও অনুরোধ করা হয়।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুরুতেই মিছিল ছিল শান্তিপূর্ণ। একটি শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া পুলিশের কাজ না। মিছিলকারীরা যখন মন্দিরের হামলা করেছে, তখন তাদের বাধা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি লাঠিপেটা ও রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দিতে। কিন্তু মিছিলকারীরা পুলিশ ও মন্দিরে হামলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়।’
সাহায্য পায়নি মন্দির কর্তৃপক্ষ
হাজীগঞ্জ বাজারের রামকৃষ্ণ সেবাশ্রমে হামলা হয় ১৩ অক্টোবর রাত ৮টা ৪১ মিনিটে। হামলার পর থানায় ফোন করে সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের সেবক স্বামী সেবামায়ানন্দ। হামলার দুই মিনিটের মাথায় তিনি হাজীগঞ্জ থানায় ফোন করেন। কিন্তু পুলিশ আসেনি। এরপর দ্বিতীয় দফায় হামলা হয়।
গ্রামের মন্দিরে হামলা
হাজীগঞ্জ বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চৌধুরীবাড়ি মন্দিরে হামলা হয় ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে। মন্দিরের সব প্রতিমাই হামলায় ভেঙে ফেলা হয়। কথা হয় কালিপদ রায়ের সঙ্গে। তিনি বলেন, দাদা কৃষ্ণ কিশোর রায় চৌধুরীর সময় থেকেই এ অঞ্চলের সবচেয়ে বড় পূজামণ্ডপ হয় তাঁদের এখানে। এলাকার সব ধর্মের মানুষই পূজায় আনন্দ করে। রাত সাড়ে ১০টার দিকে পূজা হচ্ছিল। স্থানীয় চেয়ারম্যানও পূজামণ্ডপে ছিলেন। এ সময় প্রায় দুই থেকে তিন শ কিশোর-যুবক লাঠি ও দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে মণ্ডপে হামলা করে। প্রতিমা ভেঙে ফেলে। উপজেলা পূজা উদযাপন কমিটি বলছে, রাত ১০টা পর্যন্ত বাজারে হামলার পর সহিংসতা গ্রামে ছড়িয়ে পড়ে। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রামপুরের ধোপাবাড়ি কালিমন্দির, শীলবাড়ি মন্দির, পোদ্দার বাড়ি, হরিলাল সাহার বাড়ি, মন্দির ও বড়বাড়ি মন্দিরে হামলা হয়।
মিছিলের আগে মিটিং ১৩ অক্টোবর মিছিলের আগে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সামনের বাগানে মিছিলকারীরা একটি মিটিং করেছিল। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে তিনটার মিটিংয়ে ইসলামী ছাত্রসেনা ও ছাত্রদলের মধ্যম সারির কয়েকজন নেতা ছিলেন। ছাত্রলীগের কয়েকজন তরুণ কর্মীও মিটিংয়ে অংশ নিয়েছিল। সেই মিটিং থেকেই মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই মিছিল থেকেই হামলা হয়। এ ব্যাপারে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, বাজারে প্রথম যে মিছিল এসেছিল, তার ভিডিও ফুটেজ পুলিশের কাছে আছে। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
হামলার নেতৃত্বে
ছোট একটা মিছিল থেকে জমায়েতের মাধ্যমে হামলা হয়েছে। তবে হামলা পূর্বপরিকল্পিত বলছে পুলিশ কর্মকর্তারা। চাঁদপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, জামায়াত নেতা কামাল উদ্দিন আব্বাসিকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। আরেকটি অংশের নেতৃত্বে ছিল স্থানীয় আল এহসান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরিফ হোসাইন। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আক্তার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
হাজীগঞ্জে মন্দিরে হামলার ঘটনায় ১০টি মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। বাকি আটটি মামলার বাদী মন্দির কর্তৃপক্ষ। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আটজনকে। এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মারা গেছেন। অজ্ঞাতনামা আসামি ৫ হাজার।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে