নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নারায়ণ চন্দ্র দাশে ও রিতা দাশের সাজানো-গোছানো সংসার। নারায়ণ চন্দ্র দাশ ওমান প্রবাসী। দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাঁদের সংসারে। চট্টগ্রামের চন্দনাইশে জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া এলাকায় তাঁদের বাড়ি। শ্রাবন্তী দাশ (১৭) ও বর্ষা দাশের (১২) জন্মের পর এই দম্পতির ঘরে আসে জমজ দুই ছেলে দ্বীপ দাশ (০৫) ও দিগন্ত দাশ (০৫)। তাঁদের মাটির ঘর হয়ে ওঠে শান্তির নীড়।
সেই আনন্দের নীড় আজ শোকের বিরান ঘর। হাটহাজারিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা রিতা দাশসহ এই পরিবারের ৫ সদস্য মারা গেছেন। সেই সঙ্গে মারা গেছেন তাঁদের আরও ২ আত্মীয়। প্রবাসে থাকা নারায়ণের পুরো পৃথিবী আজ এক নিথর বিরানভূমি। দুর্ঘটনার খবর শুনে তিনি ওমান থেকে দেশের পথে রওনা দিয়েছেন বলে আত্মীয়স্বজনরা জানিয়েছেন।
নিহত সাতজন হলেন, বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দিপ (৩), দিগন্ত (৩)। তাদের বাড়ি চন্দনাইশে বলে জানা গেছে।
আত্মীয়স্বজনরা জানিয়েছেন, যমজ ভাই দ্বীপ আর দিগন্ত হেসে খেলে মাতিয়ে রাখত পুরো ঘর। খেলনা নিয়ে খেলাধুলায় একটু এদিক সেদিক হলেই কত নালিশ আসত মায়ের কাছে। কিন্তু আজ নালিশ দেওয়ার সেই দ্বীপ ও দিগন্ত কেউই তো নেই। নেই নালিশ শোনার মানুষ মা রিতা দাশও। সবাই না ফেরার দেশে।
এ ঘটনায় পুরো গ্রামে নেমেছে শোকের ছায়া। শত শত মানুষ আসছে তাঁদের বাড়িতে। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাতমে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত রিতা দাশের মা ছবি রানি দাশ শোকে কথা বলতে পারছেন না কারও সঙ্গে। শুধু কান্না আর মাতম করছেন। মেয়ে ও নাতি নাতনিদের হারিয়ে ছবি রানি যেন স্তব্ধ এক প্রাণ।
জোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, এত বড় ট্র্যাজেডিতে শোকে পাথর হয়ে গেছে পুরো এলাকা। এই শোক সহ্য করা খুব কঠিন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা চাকমা বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া ৭ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় তিনজকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সকলের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণ চন্দ্র দাশে ও রিতা দাশের সাজানো-গোছানো সংসার। নারায়ণ চন্দ্র দাশ ওমান প্রবাসী। দুই ছেলে দুই মেয়ে নিয়ে তাঁদের সংসারে। চট্টগ্রামের চন্দনাইশে জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর ধোপাপাড়া এলাকায় তাঁদের বাড়ি। শ্রাবন্তী দাশ (১৭) ও বর্ষা দাশের (১২) জন্মের পর এই দম্পতির ঘরে আসে জমজ দুই ছেলে দ্বীপ দাশ (০৫) ও দিগন্ত দাশ (০৫)। তাঁদের মাটির ঘর হয়ে ওঠে শান্তির নীড়।
সেই আনন্দের নীড় আজ শোকের বিরান ঘর। হাটহাজারিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা রিতা দাশসহ এই পরিবারের ৫ সদস্য মারা গেছেন। সেই সঙ্গে মারা গেছেন তাঁদের আরও ২ আত্মীয়। প্রবাসে থাকা নারায়ণের পুরো পৃথিবী আজ এক নিথর বিরানভূমি। দুর্ঘটনার খবর শুনে তিনি ওমান থেকে দেশের পথে রওনা দিয়েছেন বলে আত্মীয়স্বজনরা জানিয়েছেন।
নিহত সাতজন হলেন, বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দিপ (৩), দিগন্ত (৩)। তাদের বাড়ি চন্দনাইশে বলে জানা গেছে।
আত্মীয়স্বজনরা জানিয়েছেন, যমজ ভাই দ্বীপ আর দিগন্ত হেসে খেলে মাতিয়ে রাখত পুরো ঘর। খেলনা নিয়ে খেলাধুলায় একটু এদিক সেদিক হলেই কত নালিশ আসত মায়ের কাছে। কিন্তু আজ নালিশ দেওয়ার সেই দ্বীপ ও দিগন্ত কেউই তো নেই। নেই নালিশ শোনার মানুষ মা রিতা দাশও। সবাই না ফেরার দেশে।
এ ঘটনায় পুরো গ্রামে নেমেছে শোকের ছায়া। শত শত মানুষ আসছে তাঁদের বাড়িতে। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাতমে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহত রিতা দাশের মা ছবি রানি দাশ শোকে কথা বলতে পারছেন না কারও সঙ্গে। শুধু কান্না আর মাতম করছেন। মেয়ে ও নাতি নাতনিদের হারিয়ে ছবি রানি যেন স্তব্ধ এক প্রাণ।
জোয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন জানান, এত বড় ট্র্যাজেডিতে শোকে পাথর হয়ে গেছে পুরো এলাকা। এই শোক সহ্য করা খুব কঠিন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রশ্মি চাকমা চাকমা বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া ৭ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় তিনজকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সকলের মাথায় আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে