আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী জামশেদ অভিযোগ করেন, ‘উপজেলার রাজধরগঞ্জের (মোগড়া বাজার) মৌজার ৫২ দাগের ৫.২২ শতক জায়গা বাড়িসহ দোকান ঘর আমার পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়ে যান। যা আমি ভোগদখল করে আসছি। কিন্তু আমার বড় দুই ভাই এই সম্পত্তি দখলে নিতে মরিয়া। এমনকি জোর করে আমার দোকানের ভাড়া তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা। এসবের প্রতিবাদ করলে বড় দুই ভাই লোকজন নিয়ে আমাকে ঘরবন্দী করেন। এ সময় আমাকে মারধর করা হয়। জীবন বাঁচাতে আমি ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এলে প্রাণে রক্ষা পাই।’
এদিকে এই হামলার আগেই জীবনের নিরাপত্তা চেয়ে দুই বড় ভাই ইউনুস ভূঁইয়া ও নোয়াব ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জামশেদ ভূঁইয়া। তাঁরা সবাই উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।
তবে মো. ইউনুস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা ছোট ভাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা সমানভাবে তিন ভাইকে বণ্টন করে দিয়ে যান। কিন্তু এখন এ সম্পত্তি নিয়ে মামলা চলছে। সুতরাং ফয়সালা আদালতেই হবে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী জামশেদ অভিযোগ করেন, ‘উপজেলার রাজধরগঞ্জের (মোগড়া বাজার) মৌজার ৫২ দাগের ৫.২২ শতক জায়গা বাড়িসহ দোকান ঘর আমার পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়ে যান। যা আমি ভোগদখল করে আসছি। কিন্তু আমার বড় দুই ভাই এই সম্পত্তি দখলে নিতে মরিয়া। এমনকি জোর করে আমার দোকানের ভাড়া তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা। এসবের প্রতিবাদ করলে বড় দুই ভাই লোকজন নিয়ে আমাকে ঘরবন্দী করেন। এ সময় আমাকে মারধর করা হয়। জীবন বাঁচাতে আমি ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এলে প্রাণে রক্ষা পাই।’
এদিকে এই হামলার আগেই জীবনের নিরাপত্তা চেয়ে দুই বড় ভাই ইউনুস ভূঁইয়া ও নোয়াব ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জামশেদ ভূঁইয়া। তাঁরা সবাই উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।
তবে মো. ইউনুস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা ছোট ভাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা সমানভাবে তিন ভাইকে বণ্টন করে দিয়ে যান। কিন্তু এখন এ সম্পত্তি নিয়ে মামলা চলছে। সুতরাং ফয়সালা আদালতেই হবে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৩ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৬ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে