আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী জামশেদ অভিযোগ করেন, ‘উপজেলার রাজধরগঞ্জের (মোগড়া বাজার) মৌজার ৫২ দাগের ৫.২২ শতক জায়গা বাড়িসহ দোকান ঘর আমার পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়ে যান। যা আমি ভোগদখল করে আসছি। কিন্তু আমার বড় দুই ভাই এই সম্পত্তি দখলে নিতে মরিয়া। এমনকি জোর করে আমার দোকানের ভাড়া তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা। এসবের প্রতিবাদ করলে বড় দুই ভাই লোকজন নিয়ে আমাকে ঘরবন্দী করেন। এ সময় আমাকে মারধর করা হয়। জীবন বাঁচাতে আমি ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এলে প্রাণে রক্ষা পাই।’
এদিকে এই হামলার আগেই জীবনের নিরাপত্তা চেয়ে দুই বড় ভাই ইউনুস ভূঁইয়া ও নোয়াব ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জামশেদ ভূঁইয়া। তাঁরা সবাই উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।
তবে মো. ইউনুস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা ছোট ভাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা সমানভাবে তিন ভাইকে বণ্টন করে দিয়ে যান। কিন্তু এখন এ সম্পত্তি নিয়ে মামলা চলছে। সুতরাং ফয়সালা আদালতেই হবে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ভুক্তভোগী জামশেদ অভিযোগ করেন, ‘উপজেলার রাজধরগঞ্জের (মোগড়া বাজার) মৌজার ৫২ দাগের ৫.২২ শতক জায়গা বাড়িসহ দোকান ঘর আমার পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়ে যান। যা আমি ভোগদখল করে আসছি। কিন্তু আমার বড় দুই ভাই এই সম্পত্তি দখলে নিতে মরিয়া। এমনকি জোর করে আমার দোকানের ভাড়া তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা। এসবের প্রতিবাদ করলে বড় দুই ভাই লোকজন নিয়ে আমাকে ঘরবন্দী করেন। এ সময় আমাকে মারধর করা হয়। জীবন বাঁচাতে আমি ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এলে প্রাণে রক্ষা পাই।’
এদিকে এই হামলার আগেই জীবনের নিরাপত্তা চেয়ে দুই বড় ভাই ইউনুস ভূঁইয়া ও নোয়াব ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জামশেদ ভূঁইয়া। তাঁরা সবাই উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।
তবে মো. ইউনুস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা ছোট ভাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা সমানভাবে তিন ভাইকে বণ্টন করে দিয়ে যান। কিন্তু এখন এ সম্পত্তি নিয়ে মামলা চলছে। সুতরাং ফয়সালা আদালতেই হবে।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে