Ajker Patrika

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

 কুমিল্লা প্রতিনিধি 
ওসি নজরুল ইসলাম। ছবি: আজকের
ওসি নজরুল ইসলাম। ছবি: আজকের

বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন ভুক্তভোগী দৌলখার গ্রামের মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন।

মুয়াজ্জিন বেলাল হোসেন উপজেলার দোলখার ইউনিয়নের আলী হায়দারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। বেলাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি এসব মামলায় জামিনে রয়েছেন বলে জানান বাদীর আইনজীবী বদিউল আলম।

ভুক্তভোগী মুয়াজ্জিন বলেন, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নাঙ্গলকোটে নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়। এ সময় বেলায়েত হোসেন নামের আরও একজনকে সঙ্গে নিয়ে নাঙ্গলকোটের লুধুয়া এলাকায় নিয়ে নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যকে পায়ে গুলি করতে বলেন। তাঁরা গুলি করতে রাজি না হলে ওসি নজরুল ইসলাম আমাদের দুজনকে বাম পায়ের হাঁটু বরাবর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। পরে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন এবং তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় এক বছর কারা ভোগ করতে হয়েছে বলে জানান বেলাল হোসেন।

মুয়াজ্জিন বেলাল আরও বলেন, ‘গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে থাকাকালে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকা রেফার করা হলেও ওসি নজরুল ইসলাম তা হতে দেননি। চিকিৎসার অভাবে আমার পা কেটে ফেলতে হয়েছে। আমার বিরুদ্ধে অন্যায় আচরণ ও মিথ্যা মামলা করে যে নির্যাতন চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি তৎকালীন ওসি নজরুল ইসলামসহ পুলিশের সাত সদস্য, নাঙ্গলকোট উপজেলার তৎকালীন চেয়ারম্যান ও তৎকালীন পৌরসভার মেয়রসহ ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেছি। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। আশা করছি, ন্যায়বিচার পাব।’

মামলার আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘নির্যাতন ও হেফাজতের মৃত্যু নিবারণ আইন ২০১৩ এই ধারায় মামলাটি করা হয়েছে। আমরা আশা করছি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নির্দেশনা প্রদান করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত