Ajker Patrika

চসিকের ঋণ খেলাপি সাবেক মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাহমুদুল ইসলাম চৌধুরী
মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১০ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় এ পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, খেলাপি ঋণ আদায়ের দাবিতে আগ্রাবাদ শাখার এসবিএসসি ব্যাংক পিএলসি অর্থঋণ আদালতে মামলা করে। এ মামলার পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারি হয়েছে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে।

অর্থঋণ আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের ২৭ মার্চ ঋণগ্রহীতাদের বিরুদ্ধে ৯ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ২২৯ টাকাসহ টাকার ওপর ১২ শতাংশ হারে সুদের বিষয়ে আদালত থেকে ডিক্রি হয়। ডিক্রিকৃত সমুদয় টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গত ৮ জুলাই ১০ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৬৬ টাকা আদায়ের দাবিতে ব্যাংকের পক্ষ থেকে একটি জারি মামলা করা হয়। গৃহীত ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক বা সহায়ক জামানত হিসেবে ছিল না। তাই দায় সমন্বয়ের জন্য আইনের ৩৩ ধারার বিধান মোতাবেক নিলাম কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি বলে আদালতের পক্ষ থেকে বলা হয়। ডিক্রিদার ব্যাংক হলফনামা সহকারে অর্থঋণ আইনের ৩৪ ও ৩৫ ধারা মোতাবেক ঋণগ্রহীতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত