ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ওই বাড়ির মো. মুজিবুল হকের টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া মো. মুজিবুল হকের (৪০) মরদেহ উদ্ধার করে তরা। নিহত মুজিবুল হক এলাকার এনামুল হকের ছেলে।
এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. বাবুল বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারটি অত্যন্ত গরিব। মো. মুজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। স্ত্রী, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা বাজারে থাকায় কোনো কিছুই উদ্ধার করা যায়নি। পরিবারের লোকজনও বসতঘরে ছিল না। ফলে মুজিবুল হক পুড়ে যান। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পরিবারের মতামতের ভিত্তিতে পুড়ে যাওয়া মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজারে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার বাগানবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. বাবুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ওই বাড়ির মো. মুজিবুল হকের টিনশেডের বেড়ার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া মো. মুজিবুল হকের (৪০) মরদেহ উদ্ধার করে তরা। নিহত মুজিবুল হক এলাকার এনামুল হকের ছেলে।
এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. বাবুল বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরিবারটি অত্যন্ত গরিব। মো. মুজিবুল হক দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। স্ত্রী, সন্তান নিয়ে তিনি ওই বসতঘরে বসবাস করতেন। ঘটনার সময় আমরা বাজারে থাকায় কোনো কিছুই উদ্ধার করা যায়নি। পরিবারের লোকজনও বসতঘরে ছিল না। ফলে মুজিবুল হক পুড়ে যান। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পরিবারের মতামতের ভিত্তিতে পুড়ে যাওয়া মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১১ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৪৩ মিনিট আগে