Ajker Patrika

চট্টগ্রামে ছুরিকাঘাতে ছোট ভাইকে খুনের মামলায় বড় ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মো. জসিম। ছবি: সংগৃহীত
মো. জসিম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাহাত্তারপুলে পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা মামলায় পলাতক বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. জসিম (৪৭)।

আজ শনিবার সকালে কক্সবাজার সদর থানা এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানার পুলিশ। তিনি চান্দগাঁও থানার রাহাত্তারপুলে হামিদ আলী মিস্ত্রিবাড়ির মো. রফিকের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার তর্কাতর্কির একপর্যায়ে বড় ভাই জসিমের ছুরিকাঘাতে আহত হন মোরশেদ আলম (৪৩)। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, মোরশেদ বেঁচে নেই।

এ ঘটনায় পরদিন শুক্রবার নগরের চান্দগাঁও থানায় মোরশেদের বড় ভাই জসিমসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মোরশেদের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, মোরশেদ আলম হত্যা মামলায় তাঁর বড় ভাই জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত