হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধ নিরসনে সালিসে রায় পক্ষে না যাওয়ায় সালিসদারকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে সালিসদার আনোয়ার হোসেন ছয়জনকে আসামি করে হাতিয়া থানায় এই অভিযোগ করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সালিসে মারধরের শিকান হন আনোয়ার হোসেন।
জানা গেছে, এলাকার সফিক উদ্দিনের সঙ্গে আবু সুফিয়ানদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সালিস হয়। কিন্তু সালিসের রায়ে সফিক উদ্দিনকে বিবাদীয় ভূমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা বুঝিয়ে না দিয়ে দখল করে রাখেন। পরে উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে আবারও সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে আনোয়ারকেও সালিসদার হিসেবে থাকার প্রস্তাব করা হয়। সালিসের দিন আনোয়ারসহ অন্য সালিসদারেরা পর্যালোচনা করে রায় দেওয়ার পর আবু সুফিয়ান ও তাঁর লোকজন তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে সফিককে জুতা দিয়ে আঘাত করা হয়। আনোয়ার হোসেন বলেন, ‘উত্তপ্ত পরিস্থিতে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে আবু সুফিয়ানের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’ আনোয়ার বলেন, ‘সালিস শেষে হঠাৎ করে আবু সুফিয়ানের লোকেরা হামলা করে। হামলায় আমার হাত ও বাম কানে মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় আমাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তারা আমার সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার টাকা, মোবাইল, ঘড়িসহ প্রায় লাখ টাকার ক্ষতি করে। পরে হাতিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সাগরিয়া ফাঁড়ি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাতিয়ায় জমিসংক্রান্ত বিরোধ নিরসনে সালিসে রায় পক্ষে না যাওয়ায় সালিসদারকে মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে সালিসদার আনোয়ার হোসেন ছয়জনকে আসামি করে হাতিয়া থানায় এই অভিযোগ করেন। এর আগে গত রোববার দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সালিসে মারধরের শিকান হন আনোয়ার হোসেন।
জানা গেছে, এলাকার সফিক উদ্দিনের সঙ্গে আবু সুফিয়ানদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিকবার সালিস হয়। কিন্তু সালিসের রায়ে সফিক উদ্দিনকে বিবাদীয় ভূমি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও তিনি তা বুঝিয়ে না দিয়ে দখল করে রাখেন। পরে উভয় পক্ষের যৌথ সিদ্ধান্তে আবারও সালিস বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে আনোয়ারকেও সালিসদার হিসেবে থাকার প্রস্তাব করা হয়। সালিসের দিন আনোয়ারসহ অন্য সালিসদারেরা পর্যালোচনা করে রায় দেওয়ার পর আবু সুফিয়ান ও তাঁর লোকজন তর্কবিতর্ক শুরু করেন। একপর্যায়ে সফিককে জুতা দিয়ে আঘাত করা হয়। আনোয়ার হোসেন বলেন, ‘উত্তপ্ত পরিস্থিতে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। এতে আবু সুফিয়ানের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।’ আনোয়ার বলেন, ‘সালিস শেষে হঠাৎ করে আবু সুফিয়ানের লোকেরা হামলা করে। হামলায় আমার হাত ও বাম কানে মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় আমাকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় তারা আমার সঙ্গে থাকা নগদ ৭৫ হাজার টাকা, মোবাইল, ঘড়িসহ প্রায় লাখ টাকার ক্ষতি করে। পরে হাতিয়া থানায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’ হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সাগরিয়া ফাঁড়ি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৪ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
১১ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরে ঘরের মধ্যে বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকাটিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। যৌথ অভিযানে ৪৫টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
১৯ মিনিট আগে