নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া দুই মেডিকেল শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া ওই দুই মেডিকেল শিক্ষার্থী হলেন-৬২ তম এমবিবিএস ব্যাচের ২য় বর্ষের শিক্ষার্থী উৎস দে রক্তিম ও এনামুল হাসান সীমান্ত।
অভিযুক্তরা গত ৩০ অক্টোবর চমেক শিক্ষার্থী মাহাদি আকিবের ওপর নৃশংস হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলার আসামি।
মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত আসামিরা মিসকেইসে পরীক্ষার গ্রাউন্ড দেখিয়ে আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত এই দুই শিক্ষার্থীর একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
আদালতে দাখিল করা পরীক্ষার নোটিশে দেখা যায়, আগামী ২৬ ডিসেম্বর থেকে ফার্স্ট প্রফেশনাল এমবিবিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। গত ২২ নভেম্বর চমেকের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন পরীক্ষা সংক্রান্ত এই নোটিশ জারি করেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির পরদিন সকালে আকিবের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। এ ঘটনায় পরে মেডিকেল শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই দিন রাতেই ক্যাম্পাস থেকে রক্তিম দে ও এনামুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চমেকের এই ঘটনায় উভয় পক্ষই পাঁচলাইশ ও চকবাজার থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
এ ছাড়া একাডেমিক কাউন্সিলের এক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেন। গত শনিবার পুনরায় কলেজ খুলে দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া দুই মেডিকেল শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
জামিন পাওয়া ওই দুই মেডিকেল শিক্ষার্থী হলেন-৬২ তম এমবিবিএস ব্যাচের ২য় বর্ষের শিক্ষার্থী উৎস দে রক্তিম ও এনামুল হাসান সীমান্ত।
অভিযুক্তরা গত ৩০ অক্টোবর চমেক শিক্ষার্থী মাহাদি আকিবের ওপর নৃশংস হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলার আসামি।
মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত আসামিরা মিসকেইসে পরীক্ষার গ্রাউন্ড দেখিয়ে আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত এই দুই শিক্ষার্থীর একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
আদালতে দাখিল করা পরীক্ষার নোটিশে দেখা যায়, আগামী ২৬ ডিসেম্বর থেকে ফার্স্ট প্রফেশনাল এমবিবিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। গত ২২ নভেম্বর চমেকের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন পরীক্ষা সংক্রান্ত এই নোটিশ জারি করেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির পরদিন সকালে আকিবের ওপর হামলার ঘটনা ঘটে। পরে আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। এ ঘটনায় পরে মেডিকেল শিক্ষার্থী মো. তৌফিকুর রহমান বাদী হয়ে ১৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই দিন রাতেই ক্যাম্পাস থেকে রক্তিম দে ও এনামুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চমেকের এই ঘটনায় উভয় পক্ষই পাঁচলাইশ ও চকবাজার থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
এ ছাড়া একাডেমিক কাউন্সিলের এক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেন। গত শনিবার পুনরায় কলেজ খুলে দেওয়া হয়।

নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৩৬ মিনিট আগে
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বহিষ্কৃত নেতাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদাবাজির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১ ঘণ্টা আগে