প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ফিশিং ট্রলার চুরমার হয়ে গেছে। নিখোঁজ রয়েছেন তিন মাঝিমাল্লা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের ট্যাংকি এলাকায় ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারগুলো।
ফিশিং ট্রলারের মালিক সমিতির সূত্র ও স্থানীয় নুরুল আলম জানান, ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য বাংলা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়লে চারটি ট্রলার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পান এবং উপকূলে চলে আসেন। এখনো তিনজন মাঝিমাল্লার খোঁজ মেলেনি বলে জানান সমুদ্র থেকে ফিরে আসা জেলে রমিজ উদ্দিন।
স্থানীয় নুরুল আলম জানান, ক্ষতিগ্রস্ত চার ফিশিং ট্রলারের মালিকদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে লন্ডভন্ড ট্রলারগুলো হচ্ছে হেফাজতুল ইসলামের মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। মালিকের বাড়ি উপজেলা চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
এ ব্যাপারে চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, ভোরে ট্রলারগুলো মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। বেশির ভাগ মাঝিমাল্লা উপকূলে চলে এলেও এখনো তিন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিশিং ট্রলার ঝড়ের কবলে ডুবে যাওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ডের মাধ্যমে তিন মাঝিমাল্লার খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চারটি ফিশিং ট্রলার চুরমার হয়ে গেছে। নিখোঁজ রয়েছেন তিন মাঝিমাল্লা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের ট্যাংকি এলাকায় ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারগুলো।
ফিশিং ট্রলারের মালিক সমিতির সূত্র ও স্থানীয় নুরুল আলম জানান, ভোরে বাঁশখালীর চাম্বল এলাকার প্রায় ২০টি ফিশিং ট্রলার মাছ ধরার জন্য বাংলা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়লে চারটি ট্রলার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে সমুদ্রের পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা মাঝিমাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পান এবং উপকূলে চলে আসেন। এখনো তিনজন মাঝিমাল্লার খোঁজ মেলেনি বলে জানান সমুদ্র থেকে ফিরে আসা জেলে রমিজ উদ্দিন।
স্থানীয় নুরুল আলম জানান, ক্ষতিগ্রস্ত চার ফিশিং ট্রলারের মালিকদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে লন্ডভন্ড ট্রলারগুলো হচ্ছে হেফাজতুল ইসলামের মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেফায়াতুল্লা, এফবি নন্না মিয়া। মালিকের বাড়ি উপজেলা চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
এ ব্যাপারে চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম বলেন, ভোরে ট্রলারগুলো মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গিয়েছিল। সকাল ৮টার দিকে ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। বেশির ভাগ মাঝিমাল্লা উপকূলে চলে এলেও এখনো তিন মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে বাঁশখালীর ফিশিং ট্রলার ঝড়ের কবলে ডুবে যাওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ডের মাধ্যমে তিন মাঝিমাল্লার খোঁজখবর নেওয়া হচ্ছে।’

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে