নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাধারণত মঞ্চে প্রথম সারির নেতারা থাকেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা সমাবেশের মঞ্চে ছিলেন শতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় তো আছেই, নগর, উত্তর, দক্ষিণ বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের ভারে মঞ্চের এক পাশ ভেঙেই পড়ে। পরে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই নেতারা বক্তব্য দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে শুরু হয় এই সমাবেশ। বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার কেবি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মঞ্চে উঠতে রীতিমতো প্রতিযোগিতায় নামেন। বেলা তিনটার দিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। ওই সময় এ মঞ্চ ভেঙে যায়। এতে হুড়োহুড়ি করতে দেখা গেছে নেতা-কর্মীদের।
এ সময় মঞ্চে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
মঞ্চ ভেঙে যাওয়ার পরও ভাঙা মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। তবে মঞ্চ ভাঙার সময় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানস্থলে ছিলেন না। মঞ্চ ভেঙে যাওয়ার প্রায় ২০ মিনিট পর তিনি সমাবেশে যোগ দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।

সাধারণত মঞ্চে প্রথম সারির নেতারা থাকেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে করা সমাবেশের মঞ্চে ছিলেন শতাধিক নেতা-কর্মী। কেন্দ্রীয় তো আছেই, নগর, উত্তর, দক্ষিণ বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের ভারে মঞ্চের এক পাশ ভেঙেই পড়ে। পরে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই নেতারা বক্তব্য দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার বেলা দুইটা থেকে শুরু হয় এই সমাবেশ। বাকলিয়ার কালামিয়া বাজার এলাকার কেবি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মঞ্চে উঠতে রীতিমতো প্রতিযোগিতায় নামেন। বেলা তিনটার দিকে চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। ওই সময় এ মঞ্চ ভেঙে যায়। এতে হুড়োহুড়ি করতে দেখা গেছে নেতা-কর্মীদের।
এ সময় মঞ্চে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।
মঞ্চ ভেঙে যাওয়ার পরও ভাঙা মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ সাহেদ বক্তব্য দেন। তবে মঞ্চ ভাঙার সময় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানস্থলে ছিলেন না। মঞ্চ ভেঙে যাওয়ার প্রায় ২০ মিনিট পর তিনি সমাবেশে যোগ দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে