Ajker Patrika

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১১: ৫৯
উদ্ধার হওয়া নবজাতক। ছবি: সংগৃহীত
উদ্ধার হওয়া নবজাতক। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বনের ঝোপে জীবিত এক নবজাত কন্যাকে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠের উল্টো পাশে (ঢাকা-সিলেট হাইওয়ের পাশে) ঝোপ থেকে ওই নবজাতককে উদ্ধার করে সরাইল থানার টহলরত পুলিশের দল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। শিশুটিকে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন ঝোপে শিশুর কান্না শুনতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির বয়স অনুমান ২৪ থেকে ৪৮ ঘণ্টা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান আজকের পত্রিকাকে বলেন, শিশুটি সুস্থ রয়েছে। উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে জেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত