চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে গত ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান।
এর আগে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় জানা গেছে, গত বছর ২০২২ সালে জেলায় পানিতে ডুবে ৪৯,২০২১ সালে ৫৩,২০২০ সালে ৪৩ ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে।
শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আপনারাও নিজস্বভাবে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে পারেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।’
সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অতিথিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে গত ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান।
এর আগে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় জানা গেছে, গত বছর ২০২২ সালে জেলায় পানিতে ডুবে ৪৯,২০২১ সালে ৫৩,২০২০ সালে ৪৩ ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে।
শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আপনারাও নিজস্বভাবে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে পারেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।’
সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অতিথিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে