প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১১ জুন) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিলে’ গানের তালে তালে নাচতে দেখা যায় তাঁকে।
নাচের দৃশ্যটি অনেকে ফেসবুকে লাইভ করেন, আবার অনেকে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়র কাদের মির্জাকে ঘিরে তাঁর অনুসারীরা গানের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন।
আলোচনা সভায় কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা।
এতে মেয়রের অনুসারী আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদল, মোহাম্মদ ইউনুস, মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তারসহ ৩০০-৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষই নিজেদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুসারী বলে দাবি করছে। ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র আবদুল কাদের মির্জা একপক্ষে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অপর পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন।
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ সেখানে এরই মধ্যে একজন সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও শতাধিক। দুই পক্ষই নিজেদের অস্তিত্ব জানান দিতে করোনাকালেও প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১১ জুন) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত ‘আলোচনা সভা ও দোয়ার মাহফিলে’ গানের তালে তালে নাচতে দেখা যায় তাঁকে।
নাচের দৃশ্যটি অনেকে ফেসবুকে লাইভ করেন, আবার অনেকে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়র কাদের মির্জাকে ঘিরে তাঁর অনুসারীরা গানের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাদের মির্জাও হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচছেন।
আলোচনা সভায় কাদের মির্জা ঘোষিত উপজেলার আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেয়র কাদের মির্জা।
এতে মেয়রের অনুসারী আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদল, মোহাম্মদ ইউনুস, মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, সাবেক কাউন্সিলর আবুল খায়ের, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন আক্তারসহ ৩০০-৪০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষই নিজেদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুসারী বলে দাবি করছে। ওবায়দুল কাদেরের ছোটভাই মেয়র আবদুল কাদের মির্জা একপক্ষে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল অপর পক্ষের নেতৃত্ব দিয়ে আসছেন।
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ সেখানে এরই মধ্যে একজন সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও শতাধিক। দুই পক্ষই নিজেদের অস্তিত্ব জানান দিতে করোনাকালেও প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩৯ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে