চাঁদপুর প্রতিনিধি

নতুন শিক্ষাক্রমেও শ্রেণিকক্ষে পাঠদান পাঁচ দিনই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে দুই দিনের সফরে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে, তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এটি অনুমোদিত শিক্ষাক্রম। গত বছর আমাদের শিক্ষাক্রমে ছিল ছয় দিন শ্রেণিকক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল, তখন সেটাকে আমরা পাঁচ দিন করেছি। তখনই বলা হয়েছিল যে এখন বিদ্যুৎসংকটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও পাঁচ দিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে।’
দীপু মনি বলেন, ‘সারা পৃথিবীতে যে নিয়ম এবং আমাদের দেশ তা-ই করা হয়েছে। তা ছাড়া শিক্ষকদেরও এক-দুই দিন সময়ের দরকার পড়ে। তাঁদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কারিগরি বিভাগে আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এই নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এই মুহূর্তে আমাদের কোনো শিক্ষকের সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা।

নতুন শিক্ষাক্রমেও শ্রেণিকক্ষে পাঠদান পাঁচ দিনই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে দুই দিনের সফরে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে, তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এটি অনুমোদিত শিক্ষাক্রম। গত বছর আমাদের শিক্ষাক্রমে ছিল ছয় দিন শ্রেণিকক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল, তখন সেটাকে আমরা পাঁচ দিন করেছি। তখনই বলা হয়েছিল যে এখন বিদ্যুৎসংকটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও পাঁচ দিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে।’
দীপু মনি বলেন, ‘সারা পৃথিবীতে যে নিয়ম এবং আমাদের দেশ তা-ই করা হয়েছে। তা ছাড়া শিক্ষকদেরও এক-দুই দিন সময়ের দরকার পড়ে। তাঁদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কারিগরি বিভাগে আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এই নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এই মুহূর্তে আমাদের কোনো শিক্ষকের সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে