বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে